Ajker Patrika

খালে সেতু নেই, কাজে আসছে না পাকা সড়ক

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর)
আপডেট : ১৬ জুন ২০২২, ১১: ০২
খালে সেতু নেই, কাজে আসছে না পাকা সড়ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে অবস্থান সেরার খালের। খালের উভয় পাশে পাকা সড়ক থাকলেও সেতু না থাকায় কাজে আসছে না। মানুষের চলাচল না থাকায় ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সড়ক দুটি।

জানা গেছে, ২০১৬ সালে সড়ক দুটির পাকাকরণের কাজ শেষ করা হয়। কিন্তু সেরার খালের ওপর সেতু না থাকায় খালের দুপাশের তিনটি গ্রামের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেতু না থাকায় অতিরিক্ত রাস্তা ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় তাদের। এ ছাড়া এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাকেন্দ্রে নিতেও দুর্ভোগে পড়তে হয়। গর্ভবতী মা ও বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে এ সমস্যা ব্যাপক আকার ধারণ করে।

গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, খালের দুপাশে পাকা সড়ক। খালের একপাশে পটকা গ্রাম, অন্য পাশে কর্ণপুর ও সিটপাড়া গ্রাম। এই গ্রামের ভেতর দিয়ে এঁকেবেঁকে চলে গেছে পিচ ঢালাই রাস্তা। চারদিকে সবুজের সমারোহ। রাস্তাটি গিয়ে শেষ হয়েছে একটি খালের পাড়ে। একটি মাত্র সেতুর অভাবে খালের দুই পাড়ের বাসিন্দারা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানুষের চলাচল না থাকায় পাকা সড়ক ঝোপঝাড়ে ঢেকে গেছে। অথচ তিন গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সহজ রাস্তা এটি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের বেশির ভাগ সময়ই সেরার খালে পানির প্রবাহ থাকে। কাঠ দিয়ে নির্মিত সাঁকো দিয়ে চলাচল করতেন তিন গ্রামের হাজারো মানুষ। বর্তমানে সাঁকোটি নেই। এতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

পটকা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, বেশ কয়েক বছর আগে সড়কটি পাকা হয়েছে। কিন্তু সেতুর অভাবে সড়কটি কোনো কাজে আসছে না। সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয় সিটপাড়া এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, সেরার খালের ওপর সেতু নির্মাণের ব্যাপারে শুধু আশ্বাস মেলে। কিন্তু বাস্তবে হয় না। সেতু থাকলে মানুষের চলাচল সহজ হতো। এখন কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলতে হয়।

গোসিংগা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, খালের ওপর সেতু না থাকায় মাদ্রাসায় আসা-যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাজউদ্দিন বলেন, ‘সেরার খালের ওপর একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। সেতু না থাকায় অচল হয়ে পড়েছে পাকা সড়ক। বর্ষাকালে চলাচলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েন।

গোসিঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন মোড়ল বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পরপরই সেরার খালের ওপর সেতু নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ হবে।’

এ বিষয়ে কথা হলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সেরার খালের ওপর সেতু নির্মাণের বিষয়টি কি অবস্থায় রয়েছে, বিস্তারিত জেনে জানাব।’

শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘সেরার খালের পাশেই আমার বাড়ি। খালের ওপর সেতু নির্মাণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত