Ajker Patrika

উত্তরা-আগারগাঁও অংশের ৯২ ভাগ কাজ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২২, ১২: ১৯
উত্তরা-আগারগাঁও অংশের ৯২ ভাগ কাজ শেষ

চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেলের একাংশ বাণিজ্যিকভাবে চলাচলের জন্য খুলে দিতে চায় সরকার। সেই লক্ষ্যেই প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রায় ৯২ দশমিক শূন্য ২ ভাগ কাজ শেষ হয়েছে। এই অংশে পরীক্ষামূলক মেট্রোরেল চালিয়েও দেখা হচ্ছে। এপ্রিল মাস পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৮ দশমিক ৯৫ শতাংশ।

গতকাল মঙ্গলবার এপ্রিল মাসের মেট্রোরেলের প্রকল্পের মাসিক অগ্রগতির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে উত্তরা থেকে আগারগাঁওয়ের ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশে। এই অংশ ডিসেম্বরে চালু করা হবে। উত্তরা থেকে আগারগাঁও অংশে ভায়াডাক্টের ওপর রেললাইন স্থাপন সম্পন্ন হয়েছে। সিগনালিং সিস্টেমের ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ৯টি স্টেশনে ২৪টি লিফটের মধ্যে ২১টির ইনস্টলেশন ও মেকানিক্যাল কাজ শেষ হয়েছে এবং ৩টির কাজ চলমান রয়েছে। এই অংশে ৫৪টি এস্কালেটরের মধ্যে ৪৪টি এস্কালেটর স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তা ছাড়া ৯টি স্টেশনের মধ্যে ৬টি স্টেশনের প্রবেশ এবং বের হওয়ার পথ নির্মাণকাজ শেষ হয়েছে, বাকি ৩টির কাজ চলছে।

এদিকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি হয়েছে ৭৮ দশমিক ১৯ শতাংশ। মতিঝিল রিসিভিং সাব-স্টেশনের ভবন নির্মাণকাজ করে যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন করা হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১৬ দশমিক ১৯ কিলোমিটার রেললাইনের মধ্যে ১১ দশমিক ৭৩ কিলোমিটার স্থাপন করা হয়েছে। এই অংশে ৫২টি এস্কালেটরের মধ্যে ১২টি এস্কালেটর স্থাপনের কাজ চলছে।

মেট্রোরেলের উত্তরা ডিপোর প্রায় ৯৮ ভাগ কাজ শেষ হয়েছে। উত্তরা ডিপোতে রিসিভিং সাব-স্টেশনের পূর্ত কাজ এবং বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। ডিপো এলাকায় ১৯ কিলোমিটার রেললাইন স্থাপন সম্পন্ন হয়েছে। ১৬ কিলোমিটারেরে ওয়্যারিং সম্পন্ন করে চালু করা হয়েছে। ডিপো এলাকার ১৭টি লিফটের মধ্যে ১৬টির ইনস্টলেশন ও মেকানিক্যাল কাজ সম্পন্ন হয়েছে। ডিপোর অভ্যন্তরে মেট্রোরেল প্রশিক্ষণ কেন্দ্রে একমাত্র এস্কালেটর স্থাপনের কাজও শেষ।

প্রকল্পের রোলিং স্টক সংগ্রহের অগ্রগতিতে বলা হয়েছে, মোট ২৪ সেট মেট্রোরেলের মধ্যে ১২ সেট মেট্রোরেল বাংলাদেশে এসে পৌঁছেছে। এসব ট্রেন সেটগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে মেট্রোরেলে চালানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এদিকে ১৩ ও ১৪তম ট্রেন সেট দুটি জাপানের কোবে সমুদ্রবন্দর হতে জাহাজ যোগে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে সেগুলো বাংলাদেশ এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কোচ সংগ্রহ প্যাকেজের অগ্রগতি হয়েছে ৭৭ দশমিক ১৪ শতাংশ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সেই অনুযায়ী কাজ চলছে। এই অংশে স্টেশন নির্মাণের কাজগুলো চলছে। ডিসেম্বরেরে আগেই সব কাজ শেষ হয়ে যাবে।

রাজধানীতে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত