Ajker Patrika

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও শোভাযাত্রা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫: ০৮
Thumbnail image

কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেককাটা ও রচনা প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নিরাপদ সড়ক চাই’য়ের (নিসচা) ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ বছর নিসচা ২৯ বছরে পদার্পণ করল। এই উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

পরে উপজেলা মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লাহর সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন।

আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীতে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত