Ajker Patrika

ছয় পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৩
ছয় পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত

চট্টগ্রামের আনোয়ারার এক ব্যবসায়ীকে অপহরণের পর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া অভিযোগপত্রটি গতকাল গ্রহণের নির্দেশ দেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত। এর আগে ওই মামলার শুনানি হয়।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘পিবিআইয়ের অভিযোগপত্র শুনানিশেষে আদালত গ্রহণ করেছেন।’

৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। আদালত তা গ্রহণের শুনানির জন্য রোববার দিন ঠিক করেন।

অভিযুক্ত ছয় পুলিশ কনস্টেবল হলেন নগর পুলিশ কমিশনারের দেহরক্ষী কনস্টেবল মোরশেদ বিল্লাহ, নগর পুলিশের এক উপকমিশনারের দেহরক্ষী কনস্টেবল মো. মাসুদ, নগরীর দামপাড়া রিজার্ভ ফোর্স অফিসে কর্মরত কনস্টেবল শাকিল খান ও এস্কান্দর হোসেন, নগর পুলিশের সহকারী কমিশনার কর্ণফুলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর কনস্টেবল মনিরুল ইসলাম ও নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) কর্মরত কনস্টেবল আবদুল নবী। সাময়িক বরখাস্ত এই পুলিশ সদস্যরা সবাই বর্তমানে জামিনে আছেন।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ডিবি পুলিশ পরিচয়ে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রাম থেকে আবদুল মান্নান নামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পটিয়ার ভেল্লাপাড়া আটকে রাখা হয়। তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করেন অভিযুক্তরা। অভিযোগপত্রে বলা হয়, আবদুল মান্নানের কাছ থেকে আসামিরা ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত ৭ ফেব্রুয়ারি এই ঘটনায় ব্যবসায়ী আবদুল মান্নান বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। এজাহারে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে অপহরণ, টাকা দাবি ও হত্যার হুমকি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তদন্তে সত্যতা পাওয়ার পর ছয় পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আসামিরা জামিনে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত