মিলন উল্লাহ, কুষ্টিয়া
সবুজ গাছের এক ডগায় ঝুলছে বেগুন, অন্য ডগায় কাঁচা-পাকা টমেটো। বেগুন গাছের গোড়া মাটিতে থাকলেও টমেটো গাছের গোড়া মাটিতে নেই। এ দৃশ্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার বর্গা সবজি চাষি বাবলু কোম্পানির বেগুন খেতে। বেগুনগাছে কলমের মাধ্যমে টমেটোগাছ লাগিয়ে দেওয়ার পর এই সফলতা পান তিনি।
নিজের কোনো জমি না থাকলেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারি পরিত্যক্ত জমিকে পরিষ্কার করে বাবলু বিভিন্ন সবজির আবাদ করেন। অল্প জমিতে কীভাবে বেশি ফসল ফলিয়ে লাভবান হওয়া যায় তা নিয়ে নিজের মতো করে সনাতন পদ্ধতি খাঁটিয়ে চেষ্টা চালিয়ে যান। বর্তমানে তিনি আলুগাছে কলমের মাধ্যমে টমেটো চাষ করার জন্য কাজ করছেন।
জানা যায়, বাবলুর গত কয়েক বছরের কষ্টের ফসল এটা। ২০১৫ সাল থেকে চেষ্টা করতে করতে অবশেষে সফল হয়েছেন তিনি। আশার চেয়ে কয়েকগুণ বেগুন গাছে টমেটো ধরেছে। দুটি গাছে পরীক্ষামূলকভাবে শুরু করলেও বর্তমানে বাবলুর প্রায় ১০০ বেগুনগাছের ডগায় টমেটো ধরেছে। একই গাছে বেগুন ও টমেটো দেখে খুশি তিনি। তাঁর সফলতায় খুশি কৃষি বিভাগসহ স্থানীয়রা।
বাবলু কোম্পানি বলেন, ‘আমি সামান্য একজন চাষি। অন্যের জমি ভাগে (বর্গা) নিয়ে চাষাবাদ করি। নিজের কোনো জমিজমা নাই। তবে আমার ইচ্ছা আছে কাজ করার। নিত্যনতুনভাবে ফসল চাষাবাদ করার। এবং বাজারে যেখানে বিষযুক্ত সবজি ভরপুর, আমি সেখানে বিষমুক্ত সবজি চাষাবাদ করি।’ তিনি বলেন, ‘আমার অনেক দিনের শখ এটা। একটি গাছে অনেকগুলো সবজি বা ফসল ধরবে। গত বছর একটি বেগুনগাছে টমেটোর ডগা কেটে নিয়ে কলম করি। সেখানে কিছুদিন পর দেখা যায় টমেটোর ডগাটি বেগুনের ডগার মতোই বড় হচ্ছে। কলম করার প্রায় ১ মাস পরে বেগুনগাছে টমেটোর ডগায় টমেটো ধরে। এরপরে কয়েকটি টমেটো পাই ওই বেগুনগাছ থেকে। সেখান থেকে উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবার ২০টি বেগুন গাছে কলম করি। এবার গাছপ্রতি ৩৫-৪০টি করে টমেটো পেয়েছি।’
২০১১ সালে বাবলু ঢ্যাঁড়স গাছ থেকে পাটের মতো আঁশ উদ্ভাবন করে ব্যাপক সাড়া ফেলেন। ২০১২ সালে জনবিজ্ঞান ফাউন্ডেশন আয়োজিত উদ্ভাবনী মেলায় ২৫ স্বশিক্ষিত উদ্ভাবকের একজন তিনি।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, বাবলু একজন সফল বিষমুক্ত সবজি চাষি। তিনি উপজেলার একজন মডেল চাষি হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, বেগুন, টমেটো, তিত বেগুন একই গোত্রের হওয়ার কারণে বেগুনগাছে খুব সহজেই টমেটোর কলম করা যায়। এ ছাড়া বেগুনের চেয়ে তিত বেগুনে রোগবালাই কম হয়।
রমেশ চন্দ্র বলেন, বাবলু তাঁর জমিতে বেগুনগাছে কলম করে টমেটোতে সাফল্য পেয়েছেন। সাধারণত শৌখিন ব্যক্তিরা এগুলো বাড়ির ছাদে টবেও করতে পারে। ভবিষ্যতে এই অঞ্চলে বেগুনগাছে টমেটো চাষ খুব জনপ্রিয় হবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাঁর কাজ অনেকটাই ইউনিক। বেগুনগাছে টমেটোর গাছ কলম করে সফল হওয়ার পর তিনি আলুগাছে কলম করে টমেটোর আবাদ করার চেষ্টা করছেন। আমরা বিভিন্নভাবে তাঁকে সহযোগিতা করে যাচ্ছি।’
সবুজ গাছের এক ডগায় ঝুলছে বেগুন, অন্য ডগায় কাঁচা-পাকা টমেটো। বেগুন গাছের গোড়া মাটিতে থাকলেও টমেটো গাছের গোড়া মাটিতে নেই। এ দৃশ্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার বর্গা সবজি চাষি বাবলু কোম্পানির বেগুন খেতে। বেগুনগাছে কলমের মাধ্যমে টমেটোগাছ লাগিয়ে দেওয়ার পর এই সফলতা পান তিনি।
নিজের কোনো জমি না থাকলেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারি পরিত্যক্ত জমিকে পরিষ্কার করে বাবলু বিভিন্ন সবজির আবাদ করেন। অল্প জমিতে কীভাবে বেশি ফসল ফলিয়ে লাভবান হওয়া যায় তা নিয়ে নিজের মতো করে সনাতন পদ্ধতি খাঁটিয়ে চেষ্টা চালিয়ে যান। বর্তমানে তিনি আলুগাছে কলমের মাধ্যমে টমেটো চাষ করার জন্য কাজ করছেন।
জানা যায়, বাবলুর গত কয়েক বছরের কষ্টের ফসল এটা। ২০১৫ সাল থেকে চেষ্টা করতে করতে অবশেষে সফল হয়েছেন তিনি। আশার চেয়ে কয়েকগুণ বেগুন গাছে টমেটো ধরেছে। দুটি গাছে পরীক্ষামূলকভাবে শুরু করলেও বর্তমানে বাবলুর প্রায় ১০০ বেগুনগাছের ডগায় টমেটো ধরেছে। একই গাছে বেগুন ও টমেটো দেখে খুশি তিনি। তাঁর সফলতায় খুশি কৃষি বিভাগসহ স্থানীয়রা।
বাবলু কোম্পানি বলেন, ‘আমি সামান্য একজন চাষি। অন্যের জমি ভাগে (বর্গা) নিয়ে চাষাবাদ করি। নিজের কোনো জমিজমা নাই। তবে আমার ইচ্ছা আছে কাজ করার। নিত্যনতুনভাবে ফসল চাষাবাদ করার। এবং বাজারে যেখানে বিষযুক্ত সবজি ভরপুর, আমি সেখানে বিষমুক্ত সবজি চাষাবাদ করি।’ তিনি বলেন, ‘আমার অনেক দিনের শখ এটা। একটি গাছে অনেকগুলো সবজি বা ফসল ধরবে। গত বছর একটি বেগুনগাছে টমেটোর ডগা কেটে নিয়ে কলম করি। সেখানে কিছুদিন পর দেখা যায় টমেটোর ডগাটি বেগুনের ডগার মতোই বড় হচ্ছে। কলম করার প্রায় ১ মাস পরে বেগুনগাছে টমেটোর ডগায় টমেটো ধরে। এরপরে কয়েকটি টমেটো পাই ওই বেগুনগাছ থেকে। সেখান থেকে উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবার ২০টি বেগুন গাছে কলম করি। এবার গাছপ্রতি ৩৫-৪০টি করে টমেটো পেয়েছি।’
২০১১ সালে বাবলু ঢ্যাঁড়স গাছ থেকে পাটের মতো আঁশ উদ্ভাবন করে ব্যাপক সাড়া ফেলেন। ২০১২ সালে জনবিজ্ঞান ফাউন্ডেশন আয়োজিত উদ্ভাবনী মেলায় ২৫ স্বশিক্ষিত উদ্ভাবকের একজন তিনি।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, বাবলু একজন সফল বিষমুক্ত সবজি চাষি। তিনি উপজেলার একজন মডেল চাষি হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, বেগুন, টমেটো, তিত বেগুন একই গোত্রের হওয়ার কারণে বেগুনগাছে খুব সহজেই টমেটোর কলম করা যায়। এ ছাড়া বেগুনের চেয়ে তিত বেগুনে রোগবালাই কম হয়।
রমেশ চন্দ্র বলেন, বাবলু তাঁর জমিতে বেগুনগাছে কলম করে টমেটোতে সাফল্য পেয়েছেন। সাধারণত শৌখিন ব্যক্তিরা এগুলো বাড়ির ছাদে টবেও করতে পারে। ভবিষ্যতে এই অঞ্চলে বেগুনগাছে টমেটো চাষ খুব জনপ্রিয় হবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাঁর কাজ অনেকটাই ইউনিক। বেগুনগাছে টমেটোর গাছ কলম করে সফল হওয়ার পর তিনি আলুগাছে কলম করে টমেটোর আবাদ করার চেষ্টা করছেন। আমরা বিভিন্নভাবে তাঁকে সহযোগিতা করে যাচ্ছি।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৫ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪