এ আর চন্দন, ঢাকা
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী এদিন জয়দেবপুর, টঙ্গী ও সাভার হয়ে ঢাকার উপকণ্ঠে এসে উপস্থিত হয়। লে. কর্নেল শফিউল্লাহর ‘এস’ ফোর্স ঢাকার ডেমরায় পৌঁছায়। যৌথ বাহিনীর অগ্রবর্তী সেনাদল শীতলক্ষ্যা ও বালু নদ অতিক্রম করে ঢাকার পাঁচ-ছয় মাইলের মধ্যে পৌঁছে যায়। বাসাব ও খিলগাঁও এলাকার চারদিকে আগে থেকেই পাকিস্তানি বাহিনী ফিল্ড ডিফেন্স নিয়েছিল।
কিন্তু ঢাকার আকাশ মিত্রবাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকায় পাকিস্তানি বাহিনী তেমন সুবিধা করতে পারেনি। মিত্রবাহিনী পাকিস্তানি সামরিক অবস্থানের ওপর তীব্র বিমান হামলা চালায়। বেশ কিছু অকুতোভয় তরুণ মুক্তিযোদ্ধা ঢাকায় ঢুকে পড়েন। নিরস্ত্র জনতাও রাস্তায় নেমে আসেন। জেনারেল নিয়াজি সেদিন পরিস্থিতি সম্পর্কে ওয়্যারলেসে সেনাপ্রধানকে পাঠানো বার্তায় (নম্বর জি-১২৮৬) বলেন, ‘ভারতীয় বিমান হামলার সহায়তায় বিদ্রোহীরা (মুক্তিবাহিনী) চারদিক থেকে শহর ঘিরে ফেলায় ঢাকা মারাত্মক চাপে আছে।’ (সূত্র: হামুদুর রহমান কমিশন রিপোর্ট)
এদিন গভর্নর ডা. মালিকের মন্ত্রিসভা ও শান্তি কমিটিসহ স্বাধীনতাবিরোধী নেতারা গভর্নর হাউসে জেনারেল নিয়াজির সঙ্গে বৈঠক চলাকালে মিত্রবাহিনী সেখানে বিমান হামলা করে। গভর্নর মালিক তখনই পদত্যাগ করেন এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রেড ক্রসের গাড়িতে করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেন। এ বিষয়ে বেসামরিক পুতুল সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী পরে তাঁর বইয়ে লিখেছেন, ‘১৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনী গভর্নর হাউসের ওপর আক্রমণ চালিয়েছিল।... লাইব্রেরিতে আগুন ধরে গিয়েছিল। মিলিটারি সেক্রেটারি ফায়ার ব্রিগেড ডেকে এবং অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। গভর্নর আমাদের কয়েকজনকে ডাকলেন এবং বললেন, যেহেতু ইসলামাবাদ তাঁর উপদেশের প্রতি কর্ণপাত করছে না, সে কারণে তিনি পদত্যাগ করছেন। তিনি গভর্নর হাউস থেকে বেরিয়ে জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেওয়ার জন্য মাটির নিচে নির্মিত শেল্টারে গিয়ে আশ্রয় নেন।’ (সূত্র: বাংলাদেশের জন্ম)
এদিন দেশের বিভিন্ন এলাকায় কয়েক হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। শুধু ময়নামতিতেই আত্মসমর্পণ করে ১ হাজার ১৩৪ জন। সৈয়দপুরে আত্মসমর্পণ করে ৪৮ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়কসহ ১০৭ পাকিস্তানি সেনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে বার্তা বিভাগের প্রধান কামাল লোহানী, আলী যাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন পরিবেশন করেন। প্রতি মুহূর্তে খবর আসছিল—ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত।
জেনারেল নাগরা রাতে টাঙ্গাইলে হাজির হয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধারা যদি আমাদের বিনা বাধায় এতটা পথ পাড়ি দিতে সাহায্য না করত, তাহলে আমাদের বাহিনী দীর্ঘ রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ত। পথে পথেই আমাদের অনেক শক্তি ক্ষয় হয়ে যেত।’
ইসলামাবাদ থেকে নিয়াজিকে জানানো হয়, সহায়তার জন্য যে ‘মিত্রদের’ এসে পৌঁছানোর কথা ছিল, তা ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। (সূত্র: মূলধারা ৭১)
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী এদিন জয়দেবপুর, টঙ্গী ও সাভার হয়ে ঢাকার উপকণ্ঠে এসে উপস্থিত হয়। লে. কর্নেল শফিউল্লাহর ‘এস’ ফোর্স ঢাকার ডেমরায় পৌঁছায়। যৌথ বাহিনীর অগ্রবর্তী সেনাদল শীতলক্ষ্যা ও বালু নদ অতিক্রম করে ঢাকার পাঁচ-ছয় মাইলের মধ্যে পৌঁছে যায়। বাসাব ও খিলগাঁও এলাকার চারদিকে আগে থেকেই পাকিস্তানি বাহিনী ফিল্ড ডিফেন্স নিয়েছিল।
কিন্তু ঢাকার আকাশ মিত্রবাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকায় পাকিস্তানি বাহিনী তেমন সুবিধা করতে পারেনি। মিত্রবাহিনী পাকিস্তানি সামরিক অবস্থানের ওপর তীব্র বিমান হামলা চালায়। বেশ কিছু অকুতোভয় তরুণ মুক্তিযোদ্ধা ঢাকায় ঢুকে পড়েন। নিরস্ত্র জনতাও রাস্তায় নেমে আসেন। জেনারেল নিয়াজি সেদিন পরিস্থিতি সম্পর্কে ওয়্যারলেসে সেনাপ্রধানকে পাঠানো বার্তায় (নম্বর জি-১২৮৬) বলেন, ‘ভারতীয় বিমান হামলার সহায়তায় বিদ্রোহীরা (মুক্তিবাহিনী) চারদিক থেকে শহর ঘিরে ফেলায় ঢাকা মারাত্মক চাপে আছে।’ (সূত্র: হামুদুর রহমান কমিশন রিপোর্ট)
এদিন গভর্নর ডা. মালিকের মন্ত্রিসভা ও শান্তি কমিটিসহ স্বাধীনতাবিরোধী নেতারা গভর্নর হাউসে জেনারেল নিয়াজির সঙ্গে বৈঠক চলাকালে মিত্রবাহিনী সেখানে বিমান হামলা করে। গভর্নর মালিক তখনই পদত্যাগ করেন এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রেড ক্রসের গাড়িতে করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেন। এ বিষয়ে বেসামরিক পুতুল সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী পরে তাঁর বইয়ে লিখেছেন, ‘১৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনী গভর্নর হাউসের ওপর আক্রমণ চালিয়েছিল।... লাইব্রেরিতে আগুন ধরে গিয়েছিল। মিলিটারি সেক্রেটারি ফায়ার ব্রিগেড ডেকে এবং অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। গভর্নর আমাদের কয়েকজনকে ডাকলেন এবং বললেন, যেহেতু ইসলামাবাদ তাঁর উপদেশের প্রতি কর্ণপাত করছে না, সে কারণে তিনি পদত্যাগ করছেন। তিনি গভর্নর হাউস থেকে বেরিয়ে জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেওয়ার জন্য মাটির নিচে নির্মিত শেল্টারে গিয়ে আশ্রয় নেন।’ (সূত্র: বাংলাদেশের জন্ম)
এদিন দেশের বিভিন্ন এলাকায় কয়েক হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। শুধু ময়নামতিতেই আত্মসমর্পণ করে ১ হাজার ১৩৪ জন। সৈয়দপুরে আত্মসমর্পণ করে ৪৮ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়কসহ ১০৭ পাকিস্তানি সেনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে বার্তা বিভাগের প্রধান কামাল লোহানী, আলী যাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন পরিবেশন করেন। প্রতি মুহূর্তে খবর আসছিল—ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত।
জেনারেল নাগরা রাতে টাঙ্গাইলে হাজির হয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধারা যদি আমাদের বিনা বাধায় এতটা পথ পাড়ি দিতে সাহায্য না করত, তাহলে আমাদের বাহিনী দীর্ঘ রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ত। পথে পথেই আমাদের অনেক শক্তি ক্ষয় হয়ে যেত।’
ইসলামাবাদ থেকে নিয়াজিকে জানানো হয়, সহায়তার জন্য যে ‘মিত্রদের’ এসে পৌঁছানোর কথা ছিল, তা ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। (সূত্র: মূলধারা ৭১)
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৭ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪