Ajker Patrika

মৎস্য সম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২৭
মৎস্য সম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সমুদ্রের মৎস্য সম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার। দেশের জিডিপিতে মৎস্য সেক্টরের অবদান অনেক। গতকাল সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) এর আওতায় অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। নগরীর গল্লামারির মৎস্যবীজ উৎপাদন খামার প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সাগর ও উপকূলের জলজ সম্পদ আহরণের পরিকল্পনা করেন। সরকার সমুদ্রের মৎস্য সম্পদের সংরক্ষণ ও মজুদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, এখনও মাছ ধরতে ক্ষতিকর বিষ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে মৎস্য দপ্তরকে নজরদারি বাড়াতে হবে।

কর্মশালায় থেকে জানানো হয়, এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং মৎস্য চাষ ব্যবস্থাপনার উন্নয়ন। সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ নিরূপণ, সংরক্ষণ, সঠিক ব্যবস্থাপনা, টেকসই আহরণ, অবকাঠামোগত উন্নয়ন, চিংড়ি ক্লাস্টার উন্নয়ন এবং উপকূলীয় প্রান্তিক জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করা। এই প্রকল্প খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলার ৭৫টি উপজেলার ৭৫০টি ইউনিয়নে চলমান রয়েছে। এর মধ্যে খুলনা অঞ্চলে ২৯টি ইউনিয়নে প্রকল্প চলমান আছে, যার মেয়াদ ২০২৫ সালে শেষ হবে।

সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট খুলনার উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধ্রুব অ্যাডভাটাইজিং এর টিম লিডার ড. অলিউর রহমান। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত