নীলফামারী প্রতিনিধি
নীলফামারী কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নে ১২০০ মিটার সড়কটি এলাকাবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদার ও উপজেলা প্রকৌশল অফিসের দ্বন্দ্বের কারণে সড়কের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন মানুষ। তবে, দুর্ভোগের জন্য ঠিকাদারকে দুষলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। তিনি বলেন, ঠিকাদারকে কাজ বন্ধ করার জন্য লিখিতভাবে কোনো কিছু বলা হয়নি। ঠিকাদার নিজের স্বার্থে কাজ বন্ধ রেখেছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক নির্মাণকাজ পরিদর্শন করে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই লিখিতভাবে কাজ বন্ধের নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, ঠিকাদার মাহবুল ইসলাম জানান, সড়কটির বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে তা মজবুত করা হয়েছে। কিন্তু উপজেলা প্রকৌশলী সড়কটির মজবুত সঠিক হয়নি মর্মে কাজ বন্ধ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রকৌশলী কাজ শুরু করতে বললে কয়েক দিনের মধ্যে সড়কটির কাজ শেষ হয়ে যেত।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গাড়াগ্রাম ইউনিয়নের আতারুলের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত সড়কটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় রুবি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ২৫ নভেম্বর সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল।
গাড়াগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান জানান, সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করার পর নির্মাণকাজ শুরু করে বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে ঠিকাদার সড়কের নির্মাণকাজ কাজ বন্ধ করে দেন।
আহেলার বাজারের বাসিন্দা রেয়াজুল ইসলাম বলেন, সড়কটি খুঁড়ে রাখার কারণে ওই সড়ক দিয়ে চলাচলে গ্রামবাসী প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন। বৃষ্টির কারণে সড়কটিতে হাঁটু পরিমাণ পানি জমে থাকায় দুর্ভোগ চরমে উঠেছে।
নীলফামারী কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নে ১২০০ মিটার সড়কটি এলাকাবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদার ও উপজেলা প্রকৌশল অফিসের দ্বন্দ্বের কারণে সড়কের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন মানুষ। তবে, দুর্ভোগের জন্য ঠিকাদারকে দুষলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। তিনি বলেন, ঠিকাদারকে কাজ বন্ধ করার জন্য লিখিতভাবে কোনো কিছু বলা হয়নি। ঠিকাদার নিজের স্বার্থে কাজ বন্ধ রেখেছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক নির্মাণকাজ পরিদর্শন করে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই লিখিতভাবে কাজ বন্ধের নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, ঠিকাদার মাহবুল ইসলাম জানান, সড়কটির বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে তা মজবুত করা হয়েছে। কিন্তু উপজেলা প্রকৌশলী সড়কটির মজবুত সঠিক হয়নি মর্মে কাজ বন্ধ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রকৌশলী কাজ শুরু করতে বললে কয়েক দিনের মধ্যে সড়কটির কাজ শেষ হয়ে যেত।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গাড়াগ্রাম ইউনিয়নের আতারুলের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত সড়কটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় রুবি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ২৫ নভেম্বর সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল।
গাড়াগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান জানান, সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করার পর নির্মাণকাজ শুরু করে বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে ঠিকাদার সড়কের নির্মাণকাজ কাজ বন্ধ করে দেন।
আহেলার বাজারের বাসিন্দা রেয়াজুল ইসলাম বলেন, সড়কটি খুঁড়ে রাখার কারণে ওই সড়ক দিয়ে চলাচলে গ্রামবাসী প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন। বৃষ্টির কারণে সড়কটিতে হাঁটু পরিমাণ পানি জমে থাকায় দুর্ভোগ চরমে উঠেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪