Ajker Patrika

শিক্ষিকার আপত্তিকর ছবি ফেসবুকে, বিক্ষোভ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৪০
শিক্ষিকার আপত্তিকর  ছবি ফেসবুকে, বিক্ষোভ

সহকর্মীর ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে প্রকাশ করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর বাজারে এ মিছিল করা হয়।

মিছিলটি মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দুই শতাধিক মানুষ অংশ নেয়। মিছিল থেকে ওই প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে মির্জাপুর আলিম মাদ্রাসার সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ওই শিক্ষিকার ব্যক্তিগত ছবি ফেসবুকে দিয়ে প্রধান শিক্ষক নারীর প্রতি অমর্যাদাকর কাজ করেছেন। এমন ব্যক্তি কখনো শিক্ষক হিসেবে থাকতে পারেন না। যাঁর মধ্যে কোনো আদর্শ নেই, তাঁর কাছে থেকে কোনো শিক্ষার্থী আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে না। তাই আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করছি।’

ওই শিক্ষিকার স্বামী বলেন, ‘প্রধান শিক্ষক আমার স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে আমাদের সামাজিকভাবে হেয় করেছেন। এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য ওই প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন ধরেননি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেছেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানতে পেরেছি। শনিবার স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত