Ajker Patrika

ওয়ার্ডে দ্রুত সড়কবাতি: মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৪৯
Thumbnail image

ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা ১ হাজার ৩৬০ মিটার আরসিসি সড়কের উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। গত বুধবার বিকেলে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাদেকল্পা আমরতলা মোড় ও গন্দ্রপা মরহুম নূরুল ইসলাম সড়কের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক ও জীবন কৃষ্ণ সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

উদ্বোধন শেষে মেয়র টিটু বলেন, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহে নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ওয়ার্ডসমূহে নতুন নতুন সড়ক ও নালা নির্মাণ করা হচ্ছে। দ্রুত সড়কবাতিও হবে বলে জানান তিনি।

মেয়র আরও বলেন, রাস্তা ও নালা নির্মাণের জন্য নিজে থেকে জায়গা ছাড়তে হবে। শুধু নিজের চিন্তা না করে সামগ্রিক চিন্তা করতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমেই সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত