Ajker Patrika

রক্ষণাবেক্ষণের অভাবে নিশ্চিহ্নের মুখে রায়পুর জমিদার বাড়ি

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৫
রক্ষণাবেক্ষণের অভাবে নিশ্চিহ্নের মুখে রায়পুর জমিদার বাড়ি

পীরগঞ্জ উপজেলার রায়পুরে আঁখিরা নদীর ধার ঘেঁষে নির্মিত হয়েছিল জমিদার লাসমন সিংয়ের বাড়ি। তার মৃত্যুর পর দেশ বিভাগের আগে দুই ছেলে মুরালি সিং ও বদি সিং ভারতে চলে যান। আর কনিষ্ঠ ছেলে বীরেন সিং জমিদার বাড়িতে থেকে যান। পরে তিনিও চলে যান ভারতে। লাসমন সিংয়ের ১ হাজার ৯০০ বিঘা জমি পড়ে থাকে পীরগঞ্জসহ উত্তরের জনপদের বিভিন্ন এলাকায়। পরে জমিদারবাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিতরা এ বিশাল সম্পত্তির মালিক বনে যান। দেশ স্বাধীনের পর এই জমিদারবাড়ির ভিটাটুকুও দখল করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে নিশ্চিহ্ন হতে বসেছে জমিদার বাড়ির ঐতিহ্য।

সরেজমিন দেখা যায়, প্রাসাদের চারদিকে সারিবদ্ধভাবে লাগানো লম্বা নারিকেল গাছ ও ইট সুরকি দিয়ে নির্মিত আধা পাকা বিশাল প্রাচীর। প্রাচীর সংলগ্ন উল্টো দিকে দুটি বড় পুকুর, দক্ষিণ-পশ্চিম পাশে ছিল জমিদার বীরেন বাবুর বিচারালয়। এই বিচারালয়ে তিনি শুধুমাত্র অপরাধীদের একক উপস্থিতিতে বিচারকার্য ও শাস্তি প্রদান করতেন। বিচার কক্ষ থেকে সামনে সরু রাস্তা নেমে গেছে ইট বিছানো ঘাট আঁখিরা নদীতে। এখানেই স্নান করতেন জমিদার পরিবারের লোকজন। এখনো সেই স্মৃতি বিদ্যমান রয়েছে।

পশ্চিম পাশের অতিথিশালা, যা কিছুদিন পূর্বেও রায়পুর উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। এখন ধসে পড়ার আশঙ্কায় ছাত্ররা সেখানে বসবাস ছেড়ে দিয়েছে। উল্টো দিকের কোনায় জমিদারের বসবার ঘর ও শোয়ার ঘর ছিল, সেটি ভেঙে এখন ইট সুরকির স্তূপে পরিণত হয়েছে।

জানা গেছে, পরিত্যক্ত এই জমিদার বাড়িতে অনেক মূল্যবান মূর্তি, পাথর, বিভিন্ন দামি তৈজসপত্র ছিল। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক কিছুই চুরি হয়ে গেছে। এখনো চুরি যাচ্ছে ইট-পাথর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত