Ajker Patrika

অনলাইনে জমজমাট খেজুর গুড়ের ব্যবসা

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
অনলাইনে জমজমাট  খেজুর গুড়ের ব্যবসা

রাজশাহীর বৃহৎ খেজুর গুড়ের মোকাম পুঠিয়ার বানেশ্বর ও ঝলমলিয়া বাজার। তবে কয়েক বছর ধরে উৎপাদিত গুড় শুধু এ দুটি হাটে কেনাবেচায় সীমাবদ্ধ নেই। প্রতিদিন এ এলাকার খেজুর গুড়ের একটি বড় অংশ অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে চলে যাচ্ছে দেশের সব অঞ্চলের ক্রেতার কাছে। এলাকার যুবকেরাই অনলাইনে গুড় বিক্রি করছেন।

উপজেলার গুড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি শনি ও মঙ্গলবার বসে বানেশ্বর হাট। আর সোম ও বৃহস্পতিবার ঝলমলিয়া হাট বসে। এখন খেজুর গুড়ের বাজার পুরোদমে জমে উঠেছে। প্রতি সপ্তাহে হাট দুটি থেকে প্রায় ২৫০ টন পাটালি গুড় কেনাবেচা হয়। সেই সঙ্গে প্রায় ১০০ টনের বেশি কেনাবেচা হয় গুড়ের লালি।

বানেশ্বর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘আমরা আমের মৌসুমে আম ও শীত মৌসুমে খেজুর গুড়ের ব্যবসা করি। গত কয়েক বছর আগে আমরা যে পরিমাণ খেজুর গুড় সরবরাহ করতাম, এখন তা অনেক কমে গেছে।’ এর কারণ হিসেবে তিনি বলেন, এখন প্রতিদিন এ এলাকার উৎপাদিত প্রায় ১ টন গুড় কেনাবেচা হচ্ছে অনলাইনের মাধ্যমে।

পুঠিয়া সদর এলাকার সিয়াম আলী অনলাইনে গুড়ের ব্যবসা করেন। তিনি জানান, প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে গুড়ের অর্ডার পান তিনি। কুরিয়ারের মাধ্যমে ক্রেতার চাহিদানুযায়ী গুড় সরবরাহ করেন। গুড় বিক্রির টাকা নেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। প্রতিদিন একেকজন ব্যবসায়ী অনলাইনে ৫০-১০০ কেজি পর্যন্ত গুড় বিক্রি করেন। কারও কারও বিক্রি আরও বেশি।

নুর হাসান নামের অনলাইনের আরেক গুড় ব্যবসায়ী বলেন, উপজেলার দুই শর বেশি যুবক অনলাইনে ব্যবসা করছেন। এঁদের অনেকেই বিভিন্ন মসলামিশ্রিত গুড় অর্ডারে তৈরি করে সরবরাহ করছেন। আর এই গুড় তৈরিতে খরচ বেশি হয়। এর চাহিদাও বেশি।

নুর হাসান আরও বলেন, ভালো মানের এক কেজি খেজুর গুড় অনলাইনে বিক্রি হচ্ছে১৩০ টাকা। আর মসলাযুক্ত গুড় ১৫০ টাকা। আর ক্রেতার গন্তব্য অনুসারে সার্ভিস চার্জ আলাদা হয়।

বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজি সুলতান বলেন, বিগত বছরগুলোয় বাজারে অনেক বেশি খেজুর গুড় আমদানি হতো। সে তুলনায় এখন কেনাবেচা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর কারণ, এখন ক্রেতা-বিক্রেতারা অনেক সচেতন। প্রযুক্তির যুগে বর্তমানে অনেকেই অনলাইনে গুড় কেনাবেচা করছেন। ফলে এখন শুধু গুড় নয়, বেশির ভাগ কৃষিপণ্য অনলাইনে বেচাকেনা হচ্ছে। এতে অনেক বেকার যুবক আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত