Ajker Patrika

ইউনুস হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১: ৫৯
ইউনুস হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ার আলোচিত ইউনুস হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি এরশাদ (৩০), নুরুল আজিম (৪০) ও তাঁর স্ত্রী ছেমন আরা বেগম (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক আহসান হাবীব বলেন, ‘গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

মামলা সূত্রে জানা যায়, ইউনুসের এক আত্মীয়ের মেয়ের সঙ্গে কর্ণফুলীর এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলে গত মঙ্গলবার রাতে গোপনে আজিমের বাড়িতে আসেন। এতে বাধা দিতে গেলে এরশাদ, নুরুল আজিম, নুরুল কবিরসহ কয়েকজন মিলে ইউনুসকে মারধর করেন। ইউনুসকে বাঁচাতে তাঁর স্ত্রী লাভলী আক্তার এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।

একপর্যায়ে এরশাদ ইউনুসের বুকে আঘাত করলেই তিনি মাটিতে পড়ে যান। এ সময় নুরুল কবির মনা গলা টিপে ধরেন আর নুরুল আজিম অণ্ডকোষ চেপে ধরেন। এতে ইউনুস অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত