Ajker Patrika

শীতে ত্বকের যত্নে ৫ ভুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২: ৪০
শীতে ত্বকের যত্নে ৫ ভুল

আবহাওয়া বদলানোর সঙ্গে সঙ্গে আমাদের পোশাকেই শুধু নয়, ত্বকেও পরিবর্তন আসে। যে ব্যক্তি সারা বছর কোনো স্কিন কেয়ার পণ্য ব্যবহার করে না, সেও এ সময় কোল্ড ক্রিম মুখে লাগাতে বাধ্য হয়। সুতরাং বুঝতেই পারছেন, শীতের মৌসুমে ত্বকের যত্ন নিতে হয় বিশেষভাবে। এ সময় রুক্ষ্ম-শুষ্ক চামড়া ও চুল নিয়ে ঘুরতে না চাইলে ৫ ভুল এড়িয়ে চলুন।

ঠোঁটের যত্ন না নেওয়া
তেল গ্রন্থির সংখ্যা কম থাকায় শীতকালের শুষ্ক আবহাওয়ায় ঠোঁট ফেঁটে যায়। দিনের পর দিন শুষ্ক থাকলে ঠোঁট ফেটে রক্তও বের হয়। সে এক গুরুতর অবস্থা। এই সময় ঠোঁটে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি লাগাতে ভুলবেন না।

অতিরিক্ত গরম পানি
গরম পানিতে শরীর ভেজানো বেশ আরামদায়ক। অনেকেই এ সময় গরম পানিতে গোসল করেন। তবে মনে রাখবেন, পানি যত গরম হবে ত্বকও তত খসখসে হয়ে উঠবে। তাই হালকা গরম পানিতে গোসল করা ভালো। খুব বেশি ঠাণ্ডা পড়লে গরম পানি নিতে পারেন। তবে সেক্ষেত্রে গোসল শেষ করেই শরীরে তেল, ক্রিম বা লোশন লাগানো জরুরি।

গ্রীষ্মের স্কিন কেয়ার শীতকালে
অনেকে সারা বছরই গোসলের পর নিয়ম করে লোশন বা জেল লাগান। তবে গরমকালের লোশন বা জেল শীতের উপযোগী নাও হতে পারে। ময়েশ্চারাইজারের পরিমাণ বেশি আছে এমন ফেসওয়াশ, ক্রিম ও সেরাম ব্যবহার করা ভালো। এতে দিনে কয়েকবার লোশন বা জেল লাগাতে হবে না।

সানস্ক্রিন না লাগানো
কুয়াশা ভেদ করে সূর্যের আলোর দেখা পাওয়া বেশ সুখকর, গায়ে রোদ লাগলেও আরাম। কিন্তু এই রোদ ত্বকের জন্য বেশ ক্ষতিকরও। চামড়ায় বলিরেখা পড়া ও রোদে পুড়ে ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট হওয়ার জন্য সূর্যের আলো দায়ী। তাই মুখে সানস্ক্রিন না লাগিয়ে রোদ পোহাবেন না।

নিম্নমানের প্রাইমার
মেকআপ করার পর অনেক সময় সাদা চামড়া ভেসে থাকে। শুষ্ক ত্বকে তাই মেকআপ করা ঠিক নয়। তাই শীতের দিনে মেকআপ করার আগে অবশ্যই ভালো মানের প্রাইমার লাগিয়ে নিতে হবে। এটি ময়েশ্চার ধরে রাখবে এবং ত্বক মেকআপ করার উপযোগী করে তুলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...