Ajker Patrika

শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৮ জন আহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ০৮
শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৮ জন আহত

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করেছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৮ জন শ্রমিক আহত হয়েছেন।

গতকাল বুধবার সকালে উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেডে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে শ্রমিকেরা কারখানার মূল ফটকে ৮৫ জনের নাম ও ছবিসহ শ্রমিক ছাঁটাইয়ের একটি নোটিশ দেখতে পান। কারখানার সামনে এমন নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার সামনে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কারখানার একাধিক শ্রমিক জানান, কয়েক দিন আগে কোনো কারণ ছাড়াই কারখানার একজন ইনচার্জকে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেছে। কেন তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে বিষয়টি জানতে শ্রমিকেরা আন্দোলন করে। আর এ আন্দোলনের কারণেই ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। ছাঁটাই করা শ্রমিকদের ফিরিয়ে নেওয়া না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার ম্যানেজার (জিএম) ইফতেখার মাহাবুব সানি বলেন, ‘আমরা আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চালাচ্ছি। যাঁরা চাকরি না করবে তাঁদের পাওনাদি পরিশোধ করা হবে।’

গাজীপুর-২ শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আব্বাস বলেন, ‘শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন করেছে। ওই কারখানার ২টি সেকশন বন্ধ করে দেওয়ায় শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে। পরিস্থিতি শান্ত করতে গেলে শ্রমিকেরা ইটপাটকেল ছোড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত