Ajker Patrika

দলীয় সমর্থন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০১
দলীয় সমর্থন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ইউপি সদস্যপদপ্রত্যাশীরা। ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আগাম প্রচারণাও শুরু করেছেন কেউ কেউ। অনেকেই দলীয় মনোনয়ন পেতে নিয়মিত নেতাদের সঙ্গে বাড়াচ্ছেন যোগাযোগ।

মেঘনার তীরঘেঁষা ৮টি ইউনিয়ন নিয়ে আশুগঞ্জ উপজেলার অবস্থান। ২০১৬ সালের স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ঘোষণার পর এই উপজেলার ৮টি ইউনিয়নের ৬টিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করেন।

আর ২টি ইউনিয়নে একই দলের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেন। তবে এবারের নির্বাচনে দলীয় প্রতীক থাকলেও তুলনামূলক কঠিন পরিস্থিতির আশঙ্কা করছেন অনেকেই।

আড়াইসিধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সব সময় চেষ্টা করা হয়েছে এলাকার সাধারণ মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করতে। বিগত দিনে করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।’

উপজেলা যুবলীগ নেতা লিংকন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, এখন অনেকেই মাঠে আসবেন। তবে দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কে থাকবেন আর কে যাবেন। তবে আশা করা হচ্ছে, বিগত দিনের সব কার্যক্রম মাথায় নিয়েই দলের উচ্চপর্যায় থেকে নির্দেশনা আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত