Ajker Patrika

ভোটকেন্দ্র নয় করোনার টিকা নেওয়ার লাইন

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ৪১
Thumbnail image

শত শত নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হবে ভোট কেন্দ্রের লাইন, কিন্তু না। এটি করোনার টিকা নেওয়ার লাইন। দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবারের চিত্র এটি। স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে মানুষের দীর্ঘ লাইন দেখে মনে হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে।

জানা যায়, দিনে গরম, রাতে শীত এমন আবহাওয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। ঠান্ডাজনিত রোগের কারণে যেন করোনা রোগ না হয়, এ জন্য মানুষের মধ্যে করোনা টিকা আগ্রহ বেড়ে গেছে।

টিকা নিতে আসা আসা আছিয়া বেগম বলেন, ‘শীতে নাকি করোনা রোগী বাড়বে, তাই দ্রুত টিকা নিতে এসেছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী প্রদীপ কুমার জানান, করোনার টিকা নেওয়ার জন্য অনেক মানুষ এসেছেন। সবাইকে টিকা দেওয়া হবে, সুশৃঙ্খলভাবে টিকা দেওয়ার জন্য লাইন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত