বিনোদন প্রতিবেদক, ঢাকা
কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা শোনা যায় বাংলাদেশের দর্শকদের মুখেও। প্রথমবারের মতো ঋত্বিক অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা হলে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে ‘মায়ার জঞ্জাল’। ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় ঋত্বিকের সহশিল্পী অপি করিম।
মায়ার জঞ্জালের প্রচারের জন্য ঋত্বিক চক্রবর্তী ঢাকায় আসবেন বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক জসীম আহমেদ। তিনি জানান, আগামীকাল ঢাকায় পা রাখবেন ঋত্বিক। বিকেলে ঢাকায় একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। মায়ার জঞ্জাল সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানাবেন, বলবেন সিনেমাটি নিয়ে তাঁর প্রাপ্তি ও প্রত্যাশার কথা। ঢাকায় মাত্র এক দিন কাটিয়ে ২১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে যাবেন ঋত্বিক। পরদিন সেখানে মায়ার জঞ্জাল সিনেমার আরেকটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা তাঁর।
এ সিনেমায় ঋত্বিক অভিনয় করেছেন ‘চাঁদু’ নামের একটি চরিত্রে। মধ্যবিত্ত পরিবারের ছেলে চাঁদু নানা সমস্যায় জর্জরিত। একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত, চাকরিটা হারিয়েছে। তবু ছেলেকে সে ইংরেজি মিডিয়ামে পড়ানোর স্বপ্ন দেখে।
দুই বাংলায় একই দিনে সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত ঋত্বিক চক্রবর্তী। তিনি বলেন, ‘আমরা যাঁরা বাংলা ভাষায় কাজ করি, আমরা চাই দুই দেশেই আমাদের কাজ পৌঁছে যাক। তাতে পরস্পরের কাজ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। দুই দেশ মিলিয়ে প্রচুর প্রতিভা আছে। ফলে বাঙালি হিসেবে, অভিনেতা হিসেবে দারুণ অনুভূতি—আমার একটা সিনেমা একই সঙ্গে দুই দেশে মুক্তি পাচ্ছে।’
মায়ার জঞ্জাল সিনেমায় আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সোহেল মণ্ডল, ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা শোনা যায় বাংলাদেশের দর্শকদের মুখেও। প্রথমবারের মতো ঋত্বিক অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা হলে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে ‘মায়ার জঞ্জাল’। ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় ঋত্বিকের সহশিল্পী অপি করিম।
মায়ার জঞ্জালের প্রচারের জন্য ঋত্বিক চক্রবর্তী ঢাকায় আসবেন বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক জসীম আহমেদ। তিনি জানান, আগামীকাল ঢাকায় পা রাখবেন ঋত্বিক। বিকেলে ঢাকায় একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। মায়ার জঞ্জাল সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানাবেন, বলবেন সিনেমাটি নিয়ে তাঁর প্রাপ্তি ও প্রত্যাশার কথা। ঢাকায় মাত্র এক দিন কাটিয়ে ২১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে যাবেন ঋত্বিক। পরদিন সেখানে মায়ার জঞ্জাল সিনেমার আরেকটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা তাঁর।
এ সিনেমায় ঋত্বিক অভিনয় করেছেন ‘চাঁদু’ নামের একটি চরিত্রে। মধ্যবিত্ত পরিবারের ছেলে চাঁদু নানা সমস্যায় জর্জরিত। একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত, চাকরিটা হারিয়েছে। তবু ছেলেকে সে ইংরেজি মিডিয়ামে পড়ানোর স্বপ্ন দেখে।
দুই বাংলায় একই দিনে সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত ঋত্বিক চক্রবর্তী। তিনি বলেন, ‘আমরা যাঁরা বাংলা ভাষায় কাজ করি, আমরা চাই দুই দেশেই আমাদের কাজ পৌঁছে যাক। তাতে পরস্পরের কাজ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। দুই দেশ মিলিয়ে প্রচুর প্রতিভা আছে। ফলে বাঙালি হিসেবে, অভিনেতা হিসেবে দারুণ অনুভূতি—আমার একটা সিনেমা একই সঙ্গে দুই দেশে মুক্তি পাচ্ছে।’
মায়ার জঞ্জাল সিনেমায় আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সোহেল মণ্ডল, ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৮ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪