Ajker Patrika

সিনেমার প্রচারে ঢাকায় আসছেন ঋত্বিক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা শোনা যায় বাংলাদেশের দর্শকদের মুখেও। প্রথমবারের মতো ঋত্বিক অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা হলে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে ‘মায়ার জঞ্জাল’। ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় ঋত্বিকের সহশিল্পী অপি করিম।

মায়ার জঞ্জালের প্রচারের জন্য ঋত্বিক চক্রবর্তী ঢাকায় আসবেন বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক জসীম আহমেদ। তিনি জানান, আগামীকাল ঢাকায় পা রাখবেন ঋত্বিক। বিকেলে ঢাকায় একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। মায়ার জঞ্জাল সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানাবেন, বলবেন সিনেমাটি নিয়ে তাঁর প্রাপ্তি ও প্রত্যাশার কথা। ঢাকায় মাত্র এক দিন কাটিয়ে ২১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে যাবেন ঋত্বিক। পরদিন সেখানে মায়ার জঞ্জাল সিনেমার আরেকটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা তাঁর।

এ সিনেমায় ঋত্বিক অভিনয় করেছেন ‘চাঁদু’ নামের একটি চরিত্রে। মধ্যবিত্ত পরিবারের ছেলে চাঁদু নানা সমস্যায় জর্জরিত। একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত, চাকরিটা হারিয়েছে। তবু ছেলেকে সে ইংরেজি মিডিয়ামে পড়ানোর স্বপ্ন দেখে।

দুই বাংলায় একই দিনে সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত ঋত্বিক চক্রবর্তী। তিনি বলেন, ‘আমরা যাঁরা বাংলা ভাষায় কাজ করি, আমরা চাই দুই দেশেই আমাদের কাজ পৌঁছে যাক। তাতে পরস্পরের কাজ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। দুই দেশ মিলিয়ে প্রচুর প্রতিভা আছে। ফলে বাঙালি হিসেবে, অভিনেতা হিসেবে দারুণ অনুভূতি—আমার একটা সিনেমা একই সঙ্গে দুই দেশে মুক্তি পাচ্ছে।’

মায়ার জঞ্জাল সিনেমায় আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সোহেল মণ্ডল, ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত