Ajker Patrika

সব মাথা কেনা যায় না

সম্পাদকীয়
সব মাথা কেনা যায় না

১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন দুর্বার হয়ে উঠলে ৮ মে গভীর রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানি পুলিশ। ৭ জুন সরকারবিরোধী হরতালের সময় মনু মিয়াসহ ১১ জন নিহত হন। সে সময় আইয়ুবী নির্যাতনের খড়্গ নেমে এসেছিল এ দেশে। আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছিল।

ইত্তেফাক তখন আওয়ামী লীগের ছয় দফা প্রচারের দায়িত্বও নিয়েছে। তাই ইত্তেফাকের দিকে শ্যেনদৃষ্টি পড়ল আইয়ুব খানের। তিনি পত্রিকাটি বন্ধ করে দিলেন ১৯৬৬ সালের ১৬ জুন। পত্রিকা বন্ধ করে দিলে সাংবাদিক ও কর্মীরা বেকার হয়ে যান। তখন কষ্টেসৃষ্টে অনুবাদ করে সংসার চালাচ্ছিলেন ইত্তেফাকের বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেন।

কিছুদিন পর আইয়ুব খানের তাঁবেদারি করার জন্য একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করার ঘোষণা দেয় প্রেস ট্রাস্ট। দৈনিক বাংলা আর বাংলাদেশ টাইমস ছিল পত্রিকা দুটির নাম। অনেক নামকরা সাংবাদিকের সামনেই মোটা বেতনের চাকরির কলা ঝুলিয়ে দেন আইয়ুব খান এবং একে একে অনেক মেধাবী সাংবাদিক যোগ দেন ট্রাস্টের পত্রিকায়।

সিরাজুদ্দীন হোসেন যে এ সময়ের সবচেয়ে সাহসী ও বিচক্ষণ বার্তা সম্পাদক, সেটা জানত আইয়ুব সরকার। তিনি যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মানিক মিয়ার স্নেহধন্য এবং শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু, সেটাও তাদের অজানা ছিল না। তাই তাঁর মুখ বন্ধ করার প্রজেক্ট নিয়ে এগোলেন আইয়ুবের লোকেরা। তথ্য বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে পাঠানো হলো সিরাজুদ্দীন হোসেনের কাছে। যে বেতন পেতেন ইত্তেফাকে, তার চেয়ে অনেক বেশি বেতন এবং গাড়ির টোপ দেওয়া হলো। সিরাজুদ্দীন হোসেন রাজি হলেন না।

অনুবাদের টাকা দিয়েই কায়ক্লেশে সংসার চালাতে লাগলেন। পিছু ছাড়লেন না সরকারি কর্মকর্তারা। শেষে একদিন তাঁদের চোখে চোখ রেখে সিরাজুদ্দীন হোসেন বললেন, ‘তোমাদের আইয়ুব কি পূর্ব বাংলার সব মানুষের মাথা কিনতে চায়? তাকে বলে দিয়ো, সব মানুষের মাথা কেনা যায় না।’ সিরাজুদ্দীন হোসেন সরকারি পত্রিকায় যোগ দেননি। 

সূত্র: কাজী দিশু, বারুচ দ্য স্পিনোজা, পৃষ্ঠা ৭২-৭৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত