সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে সেলুন গড়ে উঠেছে গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজারে। দেশের অনেক এলাকার মতো মানিকগঞ্জের সাটুরিয়াতেও এখন পিঁড়িতে বসে নরসুন্দরদের কাজ করা আর দেখা যায় না বললেই চলে। তবুও যাঁরা পুঁজির অভাবে সেলুন দিতে পারেননি তাঁরা টিকিয়ে রেখেছেন সে ঐতিহ্য। তবে ঐতিহ্য টিকলেও কষ্ট ঘুচছে না তাঁদের।
পিঁড়িতে বসে কাজ করা নরসুন্দরেরা প্রতিদিন খুবই অল্প টাকা আয় করতে পারেন। এ টাকা দিয়েই চালান সংসার। ঠিকঠাক করাতে পারেন না নিজেদের চিকিৎসাও। সেলুন দিতে পারলে অর্থকষ্ট কমত বলে জানান একাধিক নরসুন্দর।
গতকাল বৃহস্পতিবার সাটুরিয়া হাটে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে পরান শীল, নিমাই শীল ও গোপি শীল পাশাপাশি লাইন ধরে বসে আছেন চুল কাটার জন্য। হতদরিদ্র শ্রেণির লোকজন গ্রাম থেকে চুল কাটতে তাঁদের কাছে আসেন। চুল কাটতে ২০ টাকা ও শেভ করত ১০ টাকা নেন বলে জানান তাঁরা।
চুল কাটতে আসা কৃষক জলিল মিয়া বলেন, ‘ভালো সেলুনে চুল কাটাতে লাগে ৫০ টাকা আর এখানে লাগে ২০ টাকা। তাই এখানে চুল কাটতে আইছি।’
কথা হয় নিমাই শীলের সঙ্গে। তিনি বলেন, ৫০ বছর যাবৎ নরসুন্দরের কাজ করছেন। প্রথম জীবনে এক টাকায় চুল ও পঞ্চাশ পয়সায় শেভ করেছেন। তখন ওই টাকায় সংসার ভালোই চলত কিন্তু বর্তমানে ২০ টাকায় চুল ও ১০ টাকায় শেভ করেও সারা দিনে যে টাকা পান, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয় বলে জানান।
নরসুন্দর গোপি শীল বলেন, ৪৫ বছর ধরে এ কাজ করছেন। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুর পরিবর্তন হওয়ায় চুল ও দাঁড়ি কাটার সরঞ্জাম ও যন্ত্রপাতিরও পরিবর্তন এসেছে। আধুনিক সেলুনগুলোতে এখন আর শান দেওয়া ক্ষুর নেই। এর বদলে এসেছে ব্লেড। এসেছে শেভিং ক্রিম, ফোম, উন্নতমানের লোশন।
গোপি শীল বলেন, ‘যখন আমরা এ কাজ শুরু করি তখন এসব ছিল কল্পনার বাইরে। প্রতিদিন যা উপার্জন করি তা দিয়ে কোনো মতে সংসার চলে। কেউ পুঁজি দিয়ে সাহায্য করলে আমাদেরও ভাগ্য বদলে যেত।’
আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে সেলুন গড়ে উঠেছে গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজারে। দেশের অনেক এলাকার মতো মানিকগঞ্জের সাটুরিয়াতেও এখন পিঁড়িতে বসে নরসুন্দরদের কাজ করা আর দেখা যায় না বললেই চলে। তবুও যাঁরা পুঁজির অভাবে সেলুন দিতে পারেননি তাঁরা টিকিয়ে রেখেছেন সে ঐতিহ্য। তবে ঐতিহ্য টিকলেও কষ্ট ঘুচছে না তাঁদের।
পিঁড়িতে বসে কাজ করা নরসুন্দরেরা প্রতিদিন খুবই অল্প টাকা আয় করতে পারেন। এ টাকা দিয়েই চালান সংসার। ঠিকঠাক করাতে পারেন না নিজেদের চিকিৎসাও। সেলুন দিতে পারলে অর্থকষ্ট কমত বলে জানান একাধিক নরসুন্দর।
গতকাল বৃহস্পতিবার সাটুরিয়া হাটে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে পরান শীল, নিমাই শীল ও গোপি শীল পাশাপাশি লাইন ধরে বসে আছেন চুল কাটার জন্য। হতদরিদ্র শ্রেণির লোকজন গ্রাম থেকে চুল কাটতে তাঁদের কাছে আসেন। চুল কাটতে ২০ টাকা ও শেভ করত ১০ টাকা নেন বলে জানান তাঁরা।
চুল কাটতে আসা কৃষক জলিল মিয়া বলেন, ‘ভালো সেলুনে চুল কাটাতে লাগে ৫০ টাকা আর এখানে লাগে ২০ টাকা। তাই এখানে চুল কাটতে আইছি।’
কথা হয় নিমাই শীলের সঙ্গে। তিনি বলেন, ৫০ বছর যাবৎ নরসুন্দরের কাজ করছেন। প্রথম জীবনে এক টাকায় চুল ও পঞ্চাশ পয়সায় শেভ করেছেন। তখন ওই টাকায় সংসার ভালোই চলত কিন্তু বর্তমানে ২০ টাকায় চুল ও ১০ টাকায় শেভ করেও সারা দিনে যে টাকা পান, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয় বলে জানান।
নরসুন্দর গোপি শীল বলেন, ৪৫ বছর ধরে এ কাজ করছেন। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুর পরিবর্তন হওয়ায় চুল ও দাঁড়ি কাটার সরঞ্জাম ও যন্ত্রপাতিরও পরিবর্তন এসেছে। আধুনিক সেলুনগুলোতে এখন আর শান দেওয়া ক্ষুর নেই। এর বদলে এসেছে ব্লেড। এসেছে শেভিং ক্রিম, ফোম, উন্নতমানের লোশন।
গোপি শীল বলেন, ‘যখন আমরা এ কাজ শুরু করি তখন এসব ছিল কল্পনার বাইরে। প্রতিদিন যা উপার্জন করি তা দিয়ে কোনো মতে সংসার চলে। কেউ পুঁজি দিয়ে সাহায্য করলে আমাদেরও ভাগ্য বদলে যেত।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪