কুহেলী রহমান
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না॥...
বর্ষার এই দিনগুলোতে মন যতই উদাস হোক কিংবা বৃষ্টি দেখে যতই ভিজতে মন আনচান করুক, বাইরে বের হওয়ার আগে ভাবতে হবে যেকোনো সময় বৃষ্টি আপনাকে ভিজিয়ে দিতে পারে। আর এ ক্ষেত্রে আপনি নিজে যেমন বিপদে পড়বেন, তেমনি বিপদে পড়বে সঙ্গে থাকা আপনার প্রিয় ব্যাগটিও। বৃষ্টির পানিতে নষ্ট হতে পারে ব্যাগের ওপরের অংশ। এ ছাড়া ভেতরে থাকা প্রয়োজনীয় জিনিস কিংবা মূল্যবান কাগজপত্র। তাই বর্ষায় ব্যাগ নিয়ে চাই বিশেষ ধরনের প্রস্তুতি। বর্ষায় ফ্যাশনেবল ও মানানসই ব্যাগ আপনাকে করতে পারে সবার থেকে আলাদা।
এ সময় ব্যাগ হবে যেমন
বর্ষাদিনের আদর্শ ব্যাগ হলো ব্যালিস্টিক নাইলন ও পলিইউরেথিন কোটিং দেওয়া পানিরোধক ব্যাগ। ব্যালিস্টিক নাইলন হলো ঘন, শক্ত নাইলনের পানিরোধক কাপড়। ফলে এসব কাপড় দিয়ে বানানো ব্যাগ বৃষ্টিতে ভিজলেও সমস্যা হয় না। এ জন্য ব্যাগের ভেতরে থাকা জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। বাজারে বিভিন্ন রং ও নকশার ওয়াটারপ্রুফ ব্যাগ পাওয়া যায়।
রং, নকশা ও ব্যবহার উপযোগিতার সমন্বয় থাকায় ওয়াটারপ্রুফ ব্যাগগুলো বর্ষায় ট্রেন্ডি হওয়ায় ফ্যাশনেও ঘাটতি থাকে না বলে জানিয়েছেন ব্যাগ প্যাকার্সের সলিমুল্লাহ রোডের শোরুমের ম্যানেজার মো. বাদল। তিনি জানান, এই বর্ষায় প্যারাসুট কাপড়ের বেশ ভালো কিছু ব্যাগপ্যাক এসেছে তাঁদের শোরুমে। তা ছাড়া বর্ষার উপযোগী নানা রঙের, নানা ডিজাইনের ব্যাগ আছে ব্যাগ প্যাকার্স শোরুমে। এ বছর বর্ষার কালেকশনে ফেব্রিকসের দিকে খেয়াল রাখা হয়েছে বিশেষভাবে। বর্ষার উপযোগী লাগেজ এবং ব্যাগপ্যাকগুলোতে উন্নতমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। লাগেজগুলো সুপার লাইট, ওয়াটারপ্রুফ ও ভেতরের নিরাপত্তার জন্য রয়েছে লক। ভেতরে রয়েছে প্রশস্ত জায়গা, বেশি কাপড় নেওয়ার নিশ্চয়তা এবং ল্যাপটপ কুশন। লাগেজগুলোতে আছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।
লাগেজ ও ব্যাগগুলোর দামও হাতের নাগালে। ২ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে। তা ছাড়া এখন ৫০ শতাংশ ছাড়ও চলছে ব্যাগ প্যাকার্স সলিমুল্লাহ রোডের শোরুমে।
‘দ্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজ’ তাজমহল রোডের ব্রাঞ্চ ম্যানেজার রুনি জানান, তাঁদের রয়েছে মোটা কাপড়, র্যাক্সিন, সিনথেটিক, লেদার ও প্লাস্টিক ব্যাগের সমাহার। কাপড়ের ব্যাগগুলো কটন ও পলিয়েস্টারের দুটি মিশ্রণে তৈরি। বৃষ্টি হলেও পানি ভেতরে ঢুকতে পারবে না। ব্যাগগুলোর দাম ১ হাজার ৪০০ টাকা থেকে শুরু।
বাজারে দেশীয় ব্র্যান্ড ছাড়াও বিদেশি ব্র্যান্ডের নিত্যনতুন ব্যাগ নিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে পাবেন অ্যাডিডাস, ক্যামেল মাউন্টেন, ডিসি মিলান, পাওয়ার, সেইন্ট ইগল, এইচপি, অ্যালেস, উবি গেটস, ইকোলাক, উলভকিং, নেইরাডো, লা পাজিট লেদার, পোর্টেবল, স্টার ড্রাগন।
কোথায় পাবেন
বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, আজিজ মার্কেট এবং বঙ্গবাজারে রয়েছে ব্যাগের বড় শোরুম ও বিক্রয়কেন্দ্র। মার্কেটভেদে একই ব্যাগের দামে হেরফের দেখা যায়। তাই একটু ঘুরে দেখে ব্যাগ কেনা ভালো। মোহাম্মদপুরের ব্যাগ প্যাকার্স ও আজিজ মার্কেটের ফোর ডাইমেনশন নিজেদের শোরুমে বর্ষার দিনে ব্যবহার করার উপযোগী বিশেষ ব্যাগ এনেছে।
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না॥...
বর্ষার এই দিনগুলোতে মন যতই উদাস হোক কিংবা বৃষ্টি দেখে যতই ভিজতে মন আনচান করুক, বাইরে বের হওয়ার আগে ভাবতে হবে যেকোনো সময় বৃষ্টি আপনাকে ভিজিয়ে দিতে পারে। আর এ ক্ষেত্রে আপনি নিজে যেমন বিপদে পড়বেন, তেমনি বিপদে পড়বে সঙ্গে থাকা আপনার প্রিয় ব্যাগটিও। বৃষ্টির পানিতে নষ্ট হতে পারে ব্যাগের ওপরের অংশ। এ ছাড়া ভেতরে থাকা প্রয়োজনীয় জিনিস কিংবা মূল্যবান কাগজপত্র। তাই বর্ষায় ব্যাগ নিয়ে চাই বিশেষ ধরনের প্রস্তুতি। বর্ষায় ফ্যাশনেবল ও মানানসই ব্যাগ আপনাকে করতে পারে সবার থেকে আলাদা।
এ সময় ব্যাগ হবে যেমন
বর্ষাদিনের আদর্শ ব্যাগ হলো ব্যালিস্টিক নাইলন ও পলিইউরেথিন কোটিং দেওয়া পানিরোধক ব্যাগ। ব্যালিস্টিক নাইলন হলো ঘন, শক্ত নাইলনের পানিরোধক কাপড়। ফলে এসব কাপড় দিয়ে বানানো ব্যাগ বৃষ্টিতে ভিজলেও সমস্যা হয় না। এ জন্য ব্যাগের ভেতরে থাকা জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। বাজারে বিভিন্ন রং ও নকশার ওয়াটারপ্রুফ ব্যাগ পাওয়া যায়।
রং, নকশা ও ব্যবহার উপযোগিতার সমন্বয় থাকায় ওয়াটারপ্রুফ ব্যাগগুলো বর্ষায় ট্রেন্ডি হওয়ায় ফ্যাশনেও ঘাটতি থাকে না বলে জানিয়েছেন ব্যাগ প্যাকার্সের সলিমুল্লাহ রোডের শোরুমের ম্যানেজার মো. বাদল। তিনি জানান, এই বর্ষায় প্যারাসুট কাপড়ের বেশ ভালো কিছু ব্যাগপ্যাক এসেছে তাঁদের শোরুমে। তা ছাড়া বর্ষার উপযোগী নানা রঙের, নানা ডিজাইনের ব্যাগ আছে ব্যাগ প্যাকার্স শোরুমে। এ বছর বর্ষার কালেকশনে ফেব্রিকসের দিকে খেয়াল রাখা হয়েছে বিশেষভাবে। বর্ষার উপযোগী লাগেজ এবং ব্যাগপ্যাকগুলোতে উন্নতমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। লাগেজগুলো সুপার লাইট, ওয়াটারপ্রুফ ও ভেতরের নিরাপত্তার জন্য রয়েছে লক। ভেতরে রয়েছে প্রশস্ত জায়গা, বেশি কাপড় নেওয়ার নিশ্চয়তা এবং ল্যাপটপ কুশন। লাগেজগুলোতে আছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।
লাগেজ ও ব্যাগগুলোর দামও হাতের নাগালে। ২ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে। তা ছাড়া এখন ৫০ শতাংশ ছাড়ও চলছে ব্যাগ প্যাকার্স সলিমুল্লাহ রোডের শোরুমে।
‘দ্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজ’ তাজমহল রোডের ব্রাঞ্চ ম্যানেজার রুনি জানান, তাঁদের রয়েছে মোটা কাপড়, র্যাক্সিন, সিনথেটিক, লেদার ও প্লাস্টিক ব্যাগের সমাহার। কাপড়ের ব্যাগগুলো কটন ও পলিয়েস্টারের দুটি মিশ্রণে তৈরি। বৃষ্টি হলেও পানি ভেতরে ঢুকতে পারবে না। ব্যাগগুলোর দাম ১ হাজার ৪০০ টাকা থেকে শুরু।
বাজারে দেশীয় ব্র্যান্ড ছাড়াও বিদেশি ব্র্যান্ডের নিত্যনতুন ব্যাগ নিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে পাবেন অ্যাডিডাস, ক্যামেল মাউন্টেন, ডিসি মিলান, পাওয়ার, সেইন্ট ইগল, এইচপি, অ্যালেস, উবি গেটস, ইকোলাক, উলভকিং, নেইরাডো, লা পাজিট লেদার, পোর্টেবল, স্টার ড্রাগন।
কোথায় পাবেন
বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, আজিজ মার্কেট এবং বঙ্গবাজারে রয়েছে ব্যাগের বড় শোরুম ও বিক্রয়কেন্দ্র। মার্কেটভেদে একই ব্যাগের দামে হেরফের দেখা যায়। তাই একটু ঘুরে দেখে ব্যাগ কেনা ভালো। মোহাম্মদপুরের ব্যাগ প্যাকার্স ও আজিজ মার্কেটের ফোর ডাইমেনশন নিজেদের শোরুমে বর্ষার দিনে ব্যবহার করার উপযোগী বিশেষ ব্যাগ এনেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪