Ajker Patrika

লাভের আশা শেষ চালান নিয়ে দুশ্চিন্তা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৪৫
লাভের আশা শেষ চালান নিয়ে দুশ্চিন্তা

তিন দিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাকসবজির জমিগুলো পানিতে তলিয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এই অঞ্চলের শীতকালীন সবজিচাষিরা।

গতকাল বুধবার সকালে সরেজমিন দেখা গেছে, কয়েক দিনের টানা বর্ষণে মিজমিজি পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, পাগলাবাড়ী, জালকুড়ি, ধনুহাজী রোড এলাকাসহ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বেশির ভাগ সবজিখেত পানির নিচে তলিয়ে গেছে। এতে লালশাক, মুলাশাক, ডাঁটাশাক, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, কুমড়া, টমেটোসহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির হার কমাতে কিছু জমিতে পাম্প দিয়ে পানি কমানোর চেষ্টা করা হচ্ছে। আবার অধিক ক্ষতির আশঙ্কায় কিছু কৃষক জমির ফসল তুলে নিচ্ছেন।

কথা হয় পশ্চিমপাড়া এলাকার কৃষক জয়নাল মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এইবার আমার খেতের ডাঁটাশাকডি খুব ভালা জন্মাইছিল, তাড়াতাড়ি লম্বা হইয়া গেছিল। কিন্তু আচমকা এই বৃষ্টিতে আমার জমির শাকডি পানিতে তলাইয়া গেছে। এইবার খরচই তো উডাইতে পারতাম নাহ, লাভ করুম কেমনে।’

কৃষক গনি মিয়া অনেকটা কষ্টের সুরে জানান, ‘আমার জমি নিয়ে চিন্তায় আছি। প্রচুর বৃষ্টি হয়েছে। খালেও পানি বেড়ে গেছে। জমিগুলো পানিতে ভরে গেছে। এখন পর্যন্ত সূর্যের দেখা পাইতাছি না।’

সবুজ নামে আরেক কৃষক জানান, এবার সাড়ে ৫ শতাংশ জমিতে লালশাক চাষ করেছিলেন। ফলন বেশ ভালো হওয়ায় লাভের আশা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেতে পানি জমায় সব ফসল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি। একজন শ্রমিক নিয়ে কিছু শাক কেটে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। আর বাকি ফসল পানিতে ডুবে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত