Ajker Patrika

সড়কে কাদা, চরম দুর্ভোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
সড়কে কাদা, চরম দুর্ভোগ

নরসিংদীর রায়পুরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে হাইড়মারা পর্যন্ত সড়ক বেহাল। এর মধ্যে সড়কের চর সুবুদ্ধি ও রাধাগঞ্জ বাজারের অংশের অবস্থা শোচনীয়। দীর্ঘদিন ধরে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি মেরামত হয়নি। তাই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই সড়ক মেরামত করা হোক। এদিকে উপজেলা প্রশাসন বলছে, করোনার কারণে এই সড়কের মেরামতকাজের প্রক্রিয়া শুরু করতে দেরি হয়েছে। তবে জানুয়ারিতে মেরামতকাজ শুরু হয়েছে।

সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা যায়, সড়কের চর সুবুদ্ধি ও রাধাগঞ্জ বাজারের অংশে খানাখন্দ ও গর্ত। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টানা বৃষ্টিতে ওই সব গর্তে পানি জমে গেছে। এ কারণে এই সড়কে চলাচল করা যানবাহন ও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে।

এ সড়কে মোটরবাইক, বাইসাইকেল, টমটম, অটোরিকশা, সিএনজি ও সবজি আনা-নেওয়া করা বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় দিনদিন জনদুর্ভোগ বাড়ছে। চর সুবুদ্ধি ও রাধাগঞ্জ বাজারের সাপ্তাহিক হাটের দিন জেলার বিভিন্ন অঞ্চল থেকে সবজি বিক্রেতা এবং পাইকারেরা এই পথে চলাচল করেন।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন, মর্জিনা আক্তার, সাইফুল ইসলাম, নজরুলসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত। জনপ্রতিনিধিরা যেন শুধু দেখেই যাচ্ছেন। জনদুর্ভোগ লাঘবে তাঁদের তেমন কোনো ভূমিকা দেখা যায় না।

সিএনজিচালক সাইফুদ্দিন বলেন, রাস্তায় পানি জমে থাকায় যাত্রীরা কম আসে। প্রায়ই পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায়। গাড়ির যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। যাত্রী গাড়িতে উঠতে চায় না। সড়কে মানুষ শান্তিতে চলাচল করতে পারে না।

নাম প্রকাশ না করার শর্তে চর সুবুদ্ধি বাজারের এক ব‍্যবসায়ী বলেন, এটা বাজারের আসা-যাওয়ার প্রধান রাস্তা। এই রাস্তাটির বেহাল। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনের মালামাল আনা-নেওয়া করতে অনেক কষ্ট হচ্ছে।

রাধাগঞ্জ বাজারের পথচারী ও স্থানীয় বাসিন্দা আবুল মনসুর বলেন, ‘এই রাস্তা দিয়ে সবজি নিয়ে যানবাহন যাতায়াত করে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জনপ্রতিনিধিদের সঙ্গে অনেকবার কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তা ছাড়া, বাজারে পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই পানি জমে যায়।’

আদিয়াবাদ ইউপির চেয়ারম্যান ও রাধাগঞ্জ বাজার কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে থাকে। চলাচলে অনেক সমস্যা হয়। গাড়ি আটকে যায়। দ্রুত রাস্তাটি সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বেড়ে যাবে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা গেছে, জানুয়ারি থেকে সংস্কারের কাজ শুরু হতে পারে।

চর সুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ‘চর সুবুদ্ধি বাজারের মাদ্রাসার সামনে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে নিজ উদ্যোগে ইট-বালু দিয়ে মেরামত করেছিলাম। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে আবারও ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এ জন্য দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। সড়কটি দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি।’

উপজেলা প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, ‘করোনার কারণে ওই রাস্তার সংস্কারকাজে দেরি হয়েছে। বেশ কয়েকটি বাজারসহ সড়কের কাজ এই অর্থবছরে বিশ্বব‍্যাংকের অর্থায়নে মেরামত করা হবে। ইতিমধ্যে দরপত্র আহ্বানসহ কিছু কাজ শেষ হয়েছে। আশা করি আগামী জানুয়ারি থেকে কাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে বাবলা নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে

এলাকার খবর
Loading...