Ajker Patrika

বিজয়ী-বিজিতের মধ্যে সংঘর্ষে আহত ৬

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ৩৫
বিজয়ী-বিজিতের মধ্যে সংঘর্ষে আহত ৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুরে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। এ সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছে।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, আজাদ হোসেন (৪০), জামাল উদ্দিন (৪২), আবদুল্লাহ আল মামুন রাব্বী (১৬), নিজাম উদ্দিনসহ (৩৮) ছয়জন। আহতদের মধ্যে কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে উপজেলার কুতুবপুরেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১১ নভেম্বর সন্ধ্যায় ভোট গণনা শেষে ইউপি সদস্য পদে ফুটবল প্রতীকে নুরুল হুদা আলমগীর বেসরকারিভাবে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোরগ প্রতীকের নূর মোহাম্মদ মানিক। ফল ঘোষণার পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর পূর্ব আবদুল্লাহ পুর জামে মসজিদের সামনে পুনরায় উভয় পক্ষের লোকজনের মধ্যে তর্কবির্তক, পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়।

নির্বাচনে পরাজিত প্রার্থী নূর মোহাম্মদ মানিক বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় পরিকল্পিতভাবে আলমগীর মেম্বারের লোকজন আমার দোকানে পুড়িয়ে দিয়েছে। তাতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তবে নবনির্বাচিত ইউপি সদস্য নুরুল হুদা আলমগীর জানান, শুক্রবার জুমার নামাজের পরপর মসজিদের সামনে তাঁর লোকজনের ওপর হামলা চালানো হয়। এ সময় আজাদ নামের তাঁর এক সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে তাঁর বাড়িতে হামলা চালানোর চেষ্টা করা হয়। এ সময় বাধা দিতে এলে তাঁর ভাই জামাল উদ্দিন, নিজাম উদ্দিন ও ভাতিজা রাব্বীকে মারধর করা হয়।

নুরুল হুদা আলমগীর আরও বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে এবং আমাকে ফাঁসানোর জন্যই মানিক নিজের দোকানে আগুন দিয়েছে। এর সঙ্গে আমি বা আমার কোনো লোকজন জড়িত নয়।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, হামলা, সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত