Ajker Patrika

কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ০০
কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির দাবি

রাজনৈতিক দলের কমিটিতে ২০২২ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে নারী উন্নয়ন ফোরাম। গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অভিজ্ঞতা বিনিময় সভায় এমন দাবি জানানো হয়।

রূপান্তর-এর আয়োজিত নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় এ সভায় রাজনৈতিক দলের সম্পাদকমণ্ডলী বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যে কোন একটি গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভুক্তিকরণের বিষয়টির ওপরও জোর দেওয়া হয়।

বক্তারা বলেন, দলের সংবিধানে নারী অন্তর্ভুক্তির বিষয়টি থাকলেও বাস্তবে সেটা পালন করা হচ্ছে না। সবাই আশা প্রকাশ করেন যে, আসন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের রাজনৈতিক দলের সম্মেলনে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া এবং ২০২২ সালের মধ্যে খুলনা জেলার রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে।

শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অভিজ্ঞতা বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল নারী উন্নয়ন ফোরাম-এর মহাসচিব ও খুলনা জেলা নারী উন্নয়ন ফোরাম-এর সভাপতি ফারজানা ফেরদৌস নিশা ও অপরাজিতা প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ফৌজিয়া খন্দকার ইভা। রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহণের পরিস্থিতি বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন ডুমুরিয়া মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন (রুমা)।

প্রকল্প উপস্থাপন করেন অপরাজিতা প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ। সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন, জাতীয় পার্টি খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন শামীমা সুলতানা শিলু, কামরুল ইসলাম, মাধুরী সরকার, স. ম. জাহঙ্গীর হোসেন, আইনজীবী লুৎফর রহমান, মিরাজ শেখ, আকলিমা খাতুন তুলি, বুলু রানী গাঙ্গুলী, দিপ্তি রানী মল্লিক প্রমুখ।

অভিজ্ঞতা বিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণে নানা সমস্যা চিহ্নিত করা হয় এবং সমাধানে সুপারিশ উপস্থাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

ছুটিতে গেলেন সেই বিচারক

‘শত শত কোটি ডলারের’ ক্ষতি: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকের সালিস আদালতে এস আলম

ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

পুরো সময়ে গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি বিরোধিতা করেছে: নাহিদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ