গঙ্গাচড়া প্রতিনিধি
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গঙ্গাচড়া বাইপাস সড়ক। এমনকি শীতের মৌসুমে মাত্র এক দিনের বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি দুই দিনেও সরেনি। এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসী জানান, উপজেলার সোনালী ব্যাংকের শাখা, মডেল থানা, ভূমি কার্যালয় ও উপজেলা পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এই সড়ক। এখানে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদা এবং শুকনো মৌসুমে ধুলার রাজ্য বিরাজ করে।
বাজার ও সড়কের পানিনিষ্কাশনের জন্য ২০২১ সালে মডেল থানা মোড় থেকে হাজী ভবন পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশে প্রায় ১ কোটি টাকা খরচ করে নালা নির্মাণ করা হয়। তবে সেটি কোনো কাজে আসছে না।
গত রোববার দেখা গেছে, ময়লা-আবর্জনা ও কাদাপানিতে ডুবে আছে সড়কটি। এর মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে। পথচারীরা পাশ কাটিয়ে সাবধানে হাঁটছেন।
বড়বিল ইউনিয়নের বাসিন্দা লতিফা বেগম বলেন, ‘বাচ্চা কোলে করে কোনো রকম করি ঝুঁকি নিয়া রাস্তাটা পাড় হনুং। পানিতে এত দুর্গন্ধ!’
কথা হয় সড়কের পাশের ব্যবসায়ী মানেক মিয়ার সঙ্গে। তিনি আক্ষেপ করে জানান, এটা আর সড়ক নেই, নদী হয়ে গেছে। আর ভ্যানচালক বরকত উল্লাহর অভিযোগ, এই দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সামান্য বৃষ্টি হলে এদিক দিয়ে ভ্যান চালানো যায় না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ‘সড়কটি আমি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গঙ্গাচড়া বাইপাস সড়ক। এমনকি শীতের মৌসুমে মাত্র এক দিনের বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি দুই দিনেও সরেনি। এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসী জানান, উপজেলার সোনালী ব্যাংকের শাখা, মডেল থানা, ভূমি কার্যালয় ও উপজেলা পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এই সড়ক। এখানে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদা এবং শুকনো মৌসুমে ধুলার রাজ্য বিরাজ করে।
বাজার ও সড়কের পানিনিষ্কাশনের জন্য ২০২১ সালে মডেল থানা মোড় থেকে হাজী ভবন পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশে প্রায় ১ কোটি টাকা খরচ করে নালা নির্মাণ করা হয়। তবে সেটি কোনো কাজে আসছে না।
গত রোববার দেখা গেছে, ময়লা-আবর্জনা ও কাদাপানিতে ডুবে আছে সড়কটি। এর মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে। পথচারীরা পাশ কাটিয়ে সাবধানে হাঁটছেন।
বড়বিল ইউনিয়নের বাসিন্দা লতিফা বেগম বলেন, ‘বাচ্চা কোলে করে কোনো রকম করি ঝুঁকি নিয়া রাস্তাটা পাড় হনুং। পানিতে এত দুর্গন্ধ!’
কথা হয় সড়কের পাশের ব্যবসায়ী মানেক মিয়ার সঙ্গে। তিনি আক্ষেপ করে জানান, এটা আর সড়ক নেই, নদী হয়ে গেছে। আর ভ্যানচালক বরকত উল্লাহর অভিযোগ, এই দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সামান্য বৃষ্টি হলে এদিক দিয়ে ভ্যান চালানো যায় না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ‘সড়কটি আমি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪