ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। চার দিন ধরে সেখান থেকে বালু উত্তোলনসহ যমুনার চর কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা।
এমন অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা হযরত আলীর বিরুদ্ধে। তবে তাঁর দাবি, তিনি স্থানের ইজারা নিয়ে বালু তুলছেন।
গতকাল শনিবার দুপুরে দেখা গেছে, যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট এলাকায় খননযন্ত্র বাসিয়ে বালু তোলা হচ্ছে। যমুনা নদীর সহড়াবাড়ি তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় বালু জমা করা হচ্ছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর যমুনা নদীর বৈশাখী ও রাধানগর চরে পৃথক অভিযান চালানো হয়। সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ। বালু তোলার অভিযোগে সেখান থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। পরে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি বাল্কহেড জব্দ করা হয়। কিন্তু তারপরও থামছে না বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য।
নাম প্রকাশ না করার শর্তে সহড়াবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, হযরত আলীসহ এই এলাকায় ১০ থেকে ১২ জন প্রভাবশালী ব্যক্তি বালু ব্যবসা নিয়ন্ত্রণ করেন। এর আগে ২০১৯ সালে হযরত আলীর প্রায় কোটি টাকার বালু জব্দ করে প্রশাসন। এরপর কিছুদিন বালু তোলা বন্ধ ছিল। তবে সম্প্রতি বালু ব্যবসায়ীরা আবার সক্রিয় হয়। রাতের আঁধারে চর কেটে বালু-বাণিজ্য করতেন তাঁরা। কিন্তু চার দিন ধরে প্রকাশ্যে সহড়াবাড়ি ঘাট থেকেই বালু তোলা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। বারবার ভাঙনের ফলে ওই ইউনিয়নের প্রায় ১২টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। ওই গ্রামের লোকজন যমুনা নদীর বাঁধসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন।
যমুনা নদীতে ১২ বছর আগে বৈশাখী চর ও রাধানগর চর জেগে ওঠে। সে সময় ওই চরের উঁচু স্থানে বসতঘর নির্মাণ করে প্রায় ২০০টি পরিবার। শুষ্ক মৌসুমে চরগুলোতে প্রায় সব ধরনের চাষাবাদ করা যায়। চরে চাষাবাদ করেই সেখানকার মানুষের জীবিকা নির্বাহ করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের অগোচরে খননযন্ত্র দিয়ে চর কেটে বালু-বাণিজ্য করে আসছেন। প্রশাসনের তৎপরতায় বালু-বাণিজ্য কিছুদিনের জন্য বন্ধ হয়। কিন্তু কিছুদিন পর আবারও বালু-বাণিজ্য শুরু হয়।
বৈশাখী চরের বাসিন্দা রহমত আলী বলেন, যমুনার বুকে চর জেগে ওঠার পর থেকে সেখানে বসতি গড়ে তুলেছিলেন। কিন্তু বালুখোরেরা চর কেটে বাণিজ্য করছেন। এ জন্য তাঁর বসতবাড়ি যমুনায় বিলীন হয়েছে। তাই বর্তমানে তিনি উদ্বাস্তু জীবনযাপন করছেন।
হযরত আলীর ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক সদস্য। বালু উত্তোলনের বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদ থেকে সহড়াবাড়ি নৌঘাট ইজারা বন্দোবস্ত নিয়েছেন তিনি। যমুনা নদীর পানি কমে যাওয়ায় নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। এ জন্য বালু তুলে নৌকা চলাচলের পথ পরিষ্কার করা হচ্ছে।
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, এক সপ্তাহ আগেও ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে কারাদণ্ড ও ৪টি খননযন্ত্র জব্দ করা হয়। আবারও বালু তোলার বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। চার দিন ধরে সেখান থেকে বালু উত্তোলনসহ যমুনার চর কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা।
এমন অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা হযরত আলীর বিরুদ্ধে। তবে তাঁর দাবি, তিনি স্থানের ইজারা নিয়ে বালু তুলছেন।
গতকাল শনিবার দুপুরে দেখা গেছে, যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট এলাকায় খননযন্ত্র বাসিয়ে বালু তোলা হচ্ছে। যমুনা নদীর সহড়াবাড়ি তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় বালু জমা করা হচ্ছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর যমুনা নদীর বৈশাখী ও রাধানগর চরে পৃথক অভিযান চালানো হয়। সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ। বালু তোলার অভিযোগে সেখান থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। পরে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি বাল্কহেড জব্দ করা হয়। কিন্তু তারপরও থামছে না বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য।
নাম প্রকাশ না করার শর্তে সহড়াবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, হযরত আলীসহ এই এলাকায় ১০ থেকে ১২ জন প্রভাবশালী ব্যক্তি বালু ব্যবসা নিয়ন্ত্রণ করেন। এর আগে ২০১৯ সালে হযরত আলীর প্রায় কোটি টাকার বালু জব্দ করে প্রশাসন। এরপর কিছুদিন বালু তোলা বন্ধ ছিল। তবে সম্প্রতি বালু ব্যবসায়ীরা আবার সক্রিয় হয়। রাতের আঁধারে চর কেটে বালু-বাণিজ্য করতেন তাঁরা। কিন্তু চার দিন ধরে প্রকাশ্যে সহড়াবাড়ি ঘাট থেকেই বালু তোলা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। বারবার ভাঙনের ফলে ওই ইউনিয়নের প্রায় ১২টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। ওই গ্রামের লোকজন যমুনা নদীর বাঁধসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন।
যমুনা নদীতে ১২ বছর আগে বৈশাখী চর ও রাধানগর চর জেগে ওঠে। সে সময় ওই চরের উঁচু স্থানে বসতঘর নির্মাণ করে প্রায় ২০০টি পরিবার। শুষ্ক মৌসুমে চরগুলোতে প্রায় সব ধরনের চাষাবাদ করা যায়। চরে চাষাবাদ করেই সেখানকার মানুষের জীবিকা নির্বাহ করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের অগোচরে খননযন্ত্র দিয়ে চর কেটে বালু-বাণিজ্য করে আসছেন। প্রশাসনের তৎপরতায় বালু-বাণিজ্য কিছুদিনের জন্য বন্ধ হয়। কিন্তু কিছুদিন পর আবারও বালু-বাণিজ্য শুরু হয়।
বৈশাখী চরের বাসিন্দা রহমত আলী বলেন, যমুনার বুকে চর জেগে ওঠার পর থেকে সেখানে বসতি গড়ে তুলেছিলেন। কিন্তু বালুখোরেরা চর কেটে বাণিজ্য করছেন। এ জন্য তাঁর বসতবাড়ি যমুনায় বিলীন হয়েছে। তাই বর্তমানে তিনি উদ্বাস্তু জীবনযাপন করছেন।
হযরত আলীর ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক সদস্য। বালু উত্তোলনের বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদ থেকে সহড়াবাড়ি নৌঘাট ইজারা বন্দোবস্ত নিয়েছেন তিনি। যমুনা নদীর পানি কমে যাওয়ায় নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। এ জন্য বালু তুলে নৌকা চলাচলের পথ পরিষ্কার করা হচ্ছে।
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, এক সপ্তাহ আগেও ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে কারাদণ্ড ও ৪টি খননযন্ত্র জব্দ করা হয়। আবারও বালু তোলার বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪