দীপিকা পাড়ুকোনের নতুন সিনেমা ‘গেহরাইয়া’। সিনেমায় গল্প পরকীয়া সম্পর্ক নিয়ে। তবে পরিচালক শাকুন বাত্রার মতে, ‘গেহরাইয়া’ কেবল একটি সিনেমা নয়। এটি আধুনিক প্রাপ্তবয়স্কদের সম্পর্কের একটি আয়না। এটি সম্পর্কের জটিলতার একটি দিক। কীভাবে আমরা অনুভূতির গোলকধাঁধা অতিক্রম করি, তা দেখা যাবে এখানে। পরকীয়া নিয়ে যে এর আগে বলিউডে সিনেমা হয়নি, এমন নয়। তবে এই সিনেমায় নতুন কী তুলে ধরা হয়েছে সেটাই দেখার অপেক্ষা।
একটা সময়ে সিনেমায় দাম্পত্যের সম্পর্ক নির্দিষ্ট কিছু ছকে বেঁধে দেখানো হতো। ত্রিশ থেকে নব্বইয়ের দশকের আগপর্যন্ত বেশির ভাগ সময় সতী সাবিত্রী স্ত্রীর সঙ্গে স্বামীর দ্বন্দ্ব, ভুল-বোঝাবুঝি নিয়ে গল্প এগোত। ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘সংগম’, ‘এক হি ভুল’, ‘আপ কি কসম’, ‘সিলসিলা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’-এর মতো বেশ কিছু সাড়া জাগানো সিনেমায় দাম্পত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বলিউড গল্পের ধারা পরিবর্তন করেছে। সামাজিক নানা ইস্যু নিয়েও সিনেমা হয়েছে। ২০০০ সাল পরবর্তী সময়ে যেসব সিনেমা নির্মাণ হয় তার মধ্যেও এসেছে দাম্পত্য, তবে ভিন্নভাবে। গল্প তৈরি হয়েছে পরকীয়া, ইচ্ছে স্বাধীনতা নিয়ে যুদ্ধ, করপোরেট লাইফে স্বামী-স্ত্রীর সম্পর্ক—এসব নিয়ে।
‘কি অ্যান্ড কা’ ছবিতে দেখা যায় স্ত্রী বাইরে কাজ করে আর স্বামী সংসার সামলায়। সেই সম্পর্কও যে কতটা মধূর হতে পারে, তা দেখা গেছে এই সিনেমায়। নিরেট দাম্পত্য জীবনের গল্প নিয়েও সিনেমা নির্মাণ হয়েছে। ‘চালতে চালতে’র গল্পটা এমনই। আজিজ মির্জা পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে। অভিনয় করেছেন শাহরুখ খান ও রানী মুখার্জি। রানীকে দেখে প্রেমে পড়ে যান শাহরুখ। ভারত ছেড়ে ছুটে যান স্পেনে। রানীকে জয় করে ভারতে নিয়ে আসেন। কিন্তু সংসারটা ঠিক সুখের হয় না। ছোটখাটো বিষয় নিয়ে দুজনের দ্বন্দ্ব শুরু হয়। সংসারে আমাদের যে ছাড় দিতে শিখতে হয়, এমন গল্পই বলা হয়েছে এতে।
২০১৫ সালে মুক্তি পায় ‘দম লাগাকে হাইসা’। আয়ুস্মান খুরানা ও ভূমি পেডনেকার অভিনীত সিনেমা। মোটা বউ আর রোগা বরের গল্প। অনিচ্ছা সত্ত্বেও বাড়ির চাপে বিয়ে করতে হয় চাকরিজীবী মেয়ে সন্ধ্যাকে। কিন্তু ভারী চেহারার জন্যই নিজের স্ত্রীকে নিয়ে খুশি হতে পারে না স্বামী। দিনকে দিন বাড়ে দ্বন্দ্ব। ‘রাব নে বানাদে জোরি’তে অল্প বয়সী আনুশকার সঙ্গে বিয়ে হয় শাহরুখের। পুরো সিনেমায় শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করে যান স্ত্রীকে খুশি করার জন্য।
শাহরুখ খান-মাধুরী দীক্ষিতের ‘হাম তুমহারি হে সনম’ সিনেমায় স্বামী-স্ত্রীর আরেক রূপ দেখানো হয়েছে। শাহরুখ খান আর মাধুরী দম্পতির মধ্যে সালমান ঢুকে পড়ে বন্ধু হয়ে। আর এই বন্ধুকে সহ্য করতে পারে না স্বামী। এনিয়ে ভুল-বোঝাবুঝি, অতঃপর সম্পর্ক জটিল হতে থাকে।
এ ছাড়া ২০০০ সাল পরবর্তী সময়ে দাম্পত্য সম্পর্কের গল্প দেখা যায় ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘সাথিয়া’, ‘পেহেলি’, ‘বারফি’, ‘তারা রাম পাম’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘নমস্তে লন্ডন’, ‘ম্যায় মেরি পত্নী অওর ওহ’, ‘সাদি কি সাইড ইফেক্টস’, ‘প্যাডম্যান’, ‘টয়লেট এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায়।
দীপিকা পাড়ুকোনের নতুন সিনেমা ‘গেহরাইয়া’। সিনেমায় গল্প পরকীয়া সম্পর্ক নিয়ে। তবে পরিচালক শাকুন বাত্রার মতে, ‘গেহরাইয়া’ কেবল একটি সিনেমা নয়। এটি আধুনিক প্রাপ্তবয়স্কদের সম্পর্কের একটি আয়না। এটি সম্পর্কের জটিলতার একটি দিক। কীভাবে আমরা অনুভূতির গোলকধাঁধা অতিক্রম করি, তা দেখা যাবে এখানে। পরকীয়া নিয়ে যে এর আগে বলিউডে সিনেমা হয়নি, এমন নয়। তবে এই সিনেমায় নতুন কী তুলে ধরা হয়েছে সেটাই দেখার অপেক্ষা।
একটা সময়ে সিনেমায় দাম্পত্যের সম্পর্ক নির্দিষ্ট কিছু ছকে বেঁধে দেখানো হতো। ত্রিশ থেকে নব্বইয়ের দশকের আগপর্যন্ত বেশির ভাগ সময় সতী সাবিত্রী স্ত্রীর সঙ্গে স্বামীর দ্বন্দ্ব, ভুল-বোঝাবুঝি নিয়ে গল্প এগোত। ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘সংগম’, ‘এক হি ভুল’, ‘আপ কি কসম’, ‘সিলসিলা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’-এর মতো বেশ কিছু সাড়া জাগানো সিনেমায় দাম্পত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বলিউড গল্পের ধারা পরিবর্তন করেছে। সামাজিক নানা ইস্যু নিয়েও সিনেমা হয়েছে। ২০০০ সাল পরবর্তী সময়ে যেসব সিনেমা নির্মাণ হয় তার মধ্যেও এসেছে দাম্পত্য, তবে ভিন্নভাবে। গল্প তৈরি হয়েছে পরকীয়া, ইচ্ছে স্বাধীনতা নিয়ে যুদ্ধ, করপোরেট লাইফে স্বামী-স্ত্রীর সম্পর্ক—এসব নিয়ে।
‘কি অ্যান্ড কা’ ছবিতে দেখা যায় স্ত্রী বাইরে কাজ করে আর স্বামী সংসার সামলায়। সেই সম্পর্কও যে কতটা মধূর হতে পারে, তা দেখা গেছে এই সিনেমায়। নিরেট দাম্পত্য জীবনের গল্প নিয়েও সিনেমা নির্মাণ হয়েছে। ‘চালতে চালতে’র গল্পটা এমনই। আজিজ মির্জা পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে। অভিনয় করেছেন শাহরুখ খান ও রানী মুখার্জি। রানীকে দেখে প্রেমে পড়ে যান শাহরুখ। ভারত ছেড়ে ছুটে যান স্পেনে। রানীকে জয় করে ভারতে নিয়ে আসেন। কিন্তু সংসারটা ঠিক সুখের হয় না। ছোটখাটো বিষয় নিয়ে দুজনের দ্বন্দ্ব শুরু হয়। সংসারে আমাদের যে ছাড় দিতে শিখতে হয়, এমন গল্পই বলা হয়েছে এতে।
২০১৫ সালে মুক্তি পায় ‘দম লাগাকে হাইসা’। আয়ুস্মান খুরানা ও ভূমি পেডনেকার অভিনীত সিনেমা। মোটা বউ আর রোগা বরের গল্প। অনিচ্ছা সত্ত্বেও বাড়ির চাপে বিয়ে করতে হয় চাকরিজীবী মেয়ে সন্ধ্যাকে। কিন্তু ভারী চেহারার জন্যই নিজের স্ত্রীকে নিয়ে খুশি হতে পারে না স্বামী। দিনকে দিন বাড়ে দ্বন্দ্ব। ‘রাব নে বানাদে জোরি’তে অল্প বয়সী আনুশকার সঙ্গে বিয়ে হয় শাহরুখের। পুরো সিনেমায় শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করে যান স্ত্রীকে খুশি করার জন্য।
শাহরুখ খান-মাধুরী দীক্ষিতের ‘হাম তুমহারি হে সনম’ সিনেমায় স্বামী-স্ত্রীর আরেক রূপ দেখানো হয়েছে। শাহরুখ খান আর মাধুরী দম্পতির মধ্যে সালমান ঢুকে পড়ে বন্ধু হয়ে। আর এই বন্ধুকে সহ্য করতে পারে না স্বামী। এনিয়ে ভুল-বোঝাবুঝি, অতঃপর সম্পর্ক জটিল হতে থাকে।
এ ছাড়া ২০০০ সাল পরবর্তী সময়ে দাম্পত্য সম্পর্কের গল্প দেখা যায় ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘সাথিয়া’, ‘পেহেলি’, ‘বারফি’, ‘তারা রাম পাম’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘নমস্তে লন্ডন’, ‘ম্যায় মেরি পত্নী অওর ওহ’, ‘সাদি কি সাইড ইফেক্টস’, ‘প্যাডম্যান’, ‘টয়লেট এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪