জহিরুল আলম পিলু, কদমতলী
এমনিতেই ভাঙাচোরা সড়ক, সেই সড়কের বেশির ভাগ দখল করে বানানো হয়েছে পরিবহনের স্ট্যান্ড। এ ছাড়া সবজি ও মাছ বাজারের ময়লা-আবর্জনায় সড়কের বিশাল একটি অংশ ভাগাড়ে পরিণত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানার সামনে থেকে কুতুবখালী পর্যন্ত চোখে পড়ে এ চিত্র। আর সড়কে রাখা পরিবহন থেকে একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করছে বলেও অভিযোগ রয়েছে।
যাত্রাবাড়ী থানার সামনে থেকে হানিফ ফ্লাইওভারের বাম পাশ দিয়ে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এটি খুবই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি কোথাও ৪০, কোথাও প্রায় ৬০ ফুট পর্যন্ত চওড়া। এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যানবাহন। কিন্তু সড়কটির যাত্রাবাড়ী থানার সামনে থেকে কুতুবখালী পর্যন্ত বিভিন্ন স্থানে ভাঙাচোরা। সেই সঙ্গে পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান ও ট্রাক রেখে অর্ধেকের বেশি দখল করে রাখা হয়েছে। এমনকি যাত্রাবাড়ী থানার সামনেই প্রধান সড়ককে ডাম্পিং হিসেবে ব্যবহার করছে থানা কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, সকাল থেকেই সড়কে বসে মাছসহ বিভিন্ন পণ্যের বাজার। বাজারের ময়লা ফেলায় সড়কের অনেকটা অংশ ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে সড়কটি সরু হওয়ায় প্রায়ই লেগে থাকে যানজট। ধীর গতিতে চলে যানবাহন। ঢাকা-কুমিল্লা চলাচলকারী তিশা পরিবহনের চালক জুয়েল বলেন, এটি মহাসড়ক। কিন্তু ভাঙাচোরা হওয়ায় ঝুঁকি নিয়ে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। এ ছাড়া বিভিন্ন যানবাহন রাখায় সড়কটি সব সময় সংকীর্ণ হয়ে থাকে। লেগুনাচালক রহিম বলেন, অনেক দিন ধরে সড়কটির করুণ অবস্থা। আর বৃষ্টিতে খানাখন্দে পানি জমে একাকার হয়ে যায়। ফলে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
চালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রাবাড়ী থানার পর থেকে কুতুবখালী মাছ বাজার পর্যন্ত সড়কে থাকে প্রায় ৪০০ পিকআপ ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এখানে প্রতি গাড়ি থেকে প্রতি মাসে আদায় করা হয় এক হাজার থেকে দুই হাজার করে টাকা। ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় চলাচলের জন্য এক হাজার ও আন্তজেলা চলাচলের জন্য দুই হাজার টাকা করে নিয়ে থাকে ঢাকা জেলা ট্রাক (মিনি ট্রাক) ট্যাংক লরি কাভার্ড ভ্যান মালিক সমিতি।
এ ছাড়া নতুন করে কেউ গাড়ি রাখতে চাইলে গাড়িপ্রতি এককালীন দিতে হয় ১০ থেকে ২০ হাজার টাকা। অন্যদিকে এখানে গাড়ি থেকে পণ্য আনলোড করলেও মালিক সমিতিকে ৫০ ও ঢাকা জেলা ট্রাক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নকে দিতে হয় ৩০ টাকা। মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান বলেন, ‘এখানে পরিবহনের স্থায়ী স্ট্যান্ড করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’ তবে চাঁদা বা টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। দায়িত্বরত ট্রাফিকের প্যাট্রল ইন্সপেক্টর নুরুজ্জামান মল্লিক বলেন, ‘আমরা এসব নিয়ে কাজ করছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
এমনিতেই ভাঙাচোরা সড়ক, সেই সড়কের বেশির ভাগ দখল করে বানানো হয়েছে পরিবহনের স্ট্যান্ড। এ ছাড়া সবজি ও মাছ বাজারের ময়লা-আবর্জনায় সড়কের বিশাল একটি অংশ ভাগাড়ে পরিণত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানার সামনে থেকে কুতুবখালী পর্যন্ত চোখে পড়ে এ চিত্র। আর সড়কে রাখা পরিবহন থেকে একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করছে বলেও অভিযোগ রয়েছে।
যাত্রাবাড়ী থানার সামনে থেকে হানিফ ফ্লাইওভারের বাম পাশ দিয়ে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এটি খুবই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি কোথাও ৪০, কোথাও প্রায় ৬০ ফুট পর্যন্ত চওড়া। এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যানবাহন। কিন্তু সড়কটির যাত্রাবাড়ী থানার সামনে থেকে কুতুবখালী পর্যন্ত বিভিন্ন স্থানে ভাঙাচোরা। সেই সঙ্গে পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান ও ট্রাক রেখে অর্ধেকের বেশি দখল করে রাখা হয়েছে। এমনকি যাত্রাবাড়ী থানার সামনেই প্রধান সড়ককে ডাম্পিং হিসেবে ব্যবহার করছে থানা কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, সকাল থেকেই সড়কে বসে মাছসহ বিভিন্ন পণ্যের বাজার। বাজারের ময়লা ফেলায় সড়কের অনেকটা অংশ ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে সড়কটি সরু হওয়ায় প্রায়ই লেগে থাকে যানজট। ধীর গতিতে চলে যানবাহন। ঢাকা-কুমিল্লা চলাচলকারী তিশা পরিবহনের চালক জুয়েল বলেন, এটি মহাসড়ক। কিন্তু ভাঙাচোরা হওয়ায় ঝুঁকি নিয়ে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। এ ছাড়া বিভিন্ন যানবাহন রাখায় সড়কটি সব সময় সংকীর্ণ হয়ে থাকে। লেগুনাচালক রহিম বলেন, অনেক দিন ধরে সড়কটির করুণ অবস্থা। আর বৃষ্টিতে খানাখন্দে পানি জমে একাকার হয়ে যায়। ফলে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
চালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রাবাড়ী থানার পর থেকে কুতুবখালী মাছ বাজার পর্যন্ত সড়কে থাকে প্রায় ৪০০ পিকআপ ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এখানে প্রতি গাড়ি থেকে প্রতি মাসে আদায় করা হয় এক হাজার থেকে দুই হাজার করে টাকা। ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় চলাচলের জন্য এক হাজার ও আন্তজেলা চলাচলের জন্য দুই হাজার টাকা করে নিয়ে থাকে ঢাকা জেলা ট্রাক (মিনি ট্রাক) ট্যাংক লরি কাভার্ড ভ্যান মালিক সমিতি।
এ ছাড়া নতুন করে কেউ গাড়ি রাখতে চাইলে গাড়িপ্রতি এককালীন দিতে হয় ১০ থেকে ২০ হাজার টাকা। অন্যদিকে এখানে গাড়ি থেকে পণ্য আনলোড করলেও মালিক সমিতিকে ৫০ ও ঢাকা জেলা ট্রাক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নকে দিতে হয় ৩০ টাকা। মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান বলেন, ‘এখানে পরিবহনের স্থায়ী স্ট্যান্ড করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’ তবে চাঁদা বা টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। দায়িত্বরত ট্রাফিকের প্যাট্রল ইন্সপেক্টর নুরুজ্জামান মল্লিক বলেন, ‘আমরা এসব নিয়ে কাজ করছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪