Ajker Patrika

যুবদলের সভাপতিসহ সাতজনের রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪: ৩২
যুবদলের সভাপতিসহ সাতজনের রিমান্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ সাতজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এসব ঘটনায় দায়ের করা ৩০ মামলায় ২২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল, হারুন উর রশিদ, ফয়সাল বারী চৌধুরী ১ দিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদ। আনোয়ারুল ইসলাম, আবু তালেব ও ফরহাদকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর শুক্রবার বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত ৩৭, ৩০ ও ৩১ নম্বর মামলায় আরও ৭ আসামির রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। তাদের বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত