চয়ন বিকাশ ভদ্র
ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের সিবিলি অংশ সবার জন্য উন্মুক্ত। এর প্রধান ফটক দিয়ে ঢুকে সোজা এগিয়ে গেলে বাঁ দিকে চোখে পড়বে শঙ্খ নদ পুকুর। এই পুকুরের সিঁড়িতে কংক্রিটের টবে রয়েছে লায়লা-মজনুগাছ। নুহাশপল্লিতেও একটা লায়লা-মজনুগাছ আমি দেখেছি। সবার পরিচিত কিংবদন্তির এক জুটির নামে এই উদ্ভিদের নামকরণ করা হয়েছে। এ গাছের পাতার ওপরের দিক গাঢ় সবুজ। কিন্তু নিচের দিকটি রক্ত লাল। মূলত ওপর থেকে দেখলে সহজে বোঝাই যায় না, নিচের দিকটা অদ্ভুত রকম ভিন্ন রঙের! প্রকৃতিতে দুইরঙা এমন পাতা কখনো চোখে পড়ে না। পাতার কোন দিক মজনু আর কোন দিক লায়লা, তা নিয়ে স্থির সিদ্ধান্তে আসা যায়নি। সবুজ ও লাল অংশ ঠিক যেন ছায়ার মতো। এটিকে আমরা বন্ধন বলি। বন্ধন বা প্রেমের প্রতীক হিসেবে লাইলি-মজনুর কথা বলা হয়। সেই হিসেবে এই উদ্ভিদের নামকরণ হতে পারে।
গুল্মজাতীয় এ উদ্ভিদ এক থেকে দুই মিটার লম্বা হতে পারে। লায়লা-মজনুগাছের বৈজ্ঞানিক নাম এক্সকোকেরিয়া কোচিনকাইনেনসিস। এটি ইউফরবিয়েসি পরিবারের উদ্ভিদ। ইংরেজিতে এটি চায়নিজ ক্রোটন, ব্লাইন্ডনেস ট্রি, জাঙ্গল ফায়ার প্ল্যান্ট ইত্যাদি নামে পরিচিত। প্রজাতিক পদ কোচিনচাইনেন্সিস বলতে কোচিন-চায়নাকে বোঝায়, যা বর্তমানের ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া প্রভৃতি অঞ্চলকে চিহ্নিত করে। পাতার সৌন্দর্যের কাছে এর ফুলের সৌন্দর্য হার মেনেছে। এর পাতার ঊর্ধ্ব ত্বক এবং এর সংলগ্ন প্যালিসেড টিস্যুতে ক্লোরোফিল থাকায় ওপরের পৃষ্ঠ সবুজ দেখায়। এর পাতার সংলগ্ন স্পঞ্জি টিস্যুতে লালচে বর্ণের রঞ্জক থাকায় নিচের পৃষ্ঠ লালচে দেখায়।
এ গাছের অনেক ইংরেজি নামের একটি হলো ব্লাইন্ডনেস ট্রি বা অন্ধত্ব গাছ। শব্দটি এসেছে লাতিন শব্দ এক্সকোকেরিয়া থেকে, যার অর্থ অন্ধ করা। গাছটির কষ বা ল্যাটেক্স চোখে লাগলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তাই এমন নামকরণ। এই ডিটারপিন বিষ মৎস্যনাশক হিসেবে ব্যবহার করা হয়। অনেকে একে উষ্ণ অঞ্চলের গৃহের গাছ, আলংকারিক গাছ হিসেবে ব্যবহার করে বাগান বা বাড়ি সজ্জার কাজে ব্যবহার করে।
লায়লা-মজনু গাছ ভারত উপমহাদেশ ও চীনের দেশীয় গাছ। তবে আফ্রিকা, মাদাগাস্কার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ায়ও এটি বিস্তার লাভ করেছে। লায়লা-মজনুগাছ সহজেই ইনডোরে রাখা যায়। মাঝে মাঝে রোদে দিলেই চলে। দুই বছর পরপর টব বদলে দিতে হয়। এ গাছের পাতায় রং তৈরি হয় অ্যান্থোসায়ানিনের উপস্থিতির কারণে। যেমনটা দেখা যায় শিবঝুল, কৈলাস বা মিষ্টি আলুর উদ্ভিদের পাতায়। এই রং ও কটু স্বাদযুক্ত বলে কীটপতঙ্গ দূরে রাখে।
ইনডোর প্ল্যান্ট হিসেবে ও বেড়া তৈরিতে লায়লা-মজনু উদ্ভিদের ব্যবহার রয়েছে। এই উদ্ভিদের বিষাক্ত কষ সফলভাবে চুলকানি ও একজিমায় বহুকাল আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিপ্যারাসাইট হিসেবে এবং রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে একে ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। কলম মাধ্যমে এর চাষ করা যায়।
লেখক: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।
ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের সিবিলি অংশ সবার জন্য উন্মুক্ত। এর প্রধান ফটক দিয়ে ঢুকে সোজা এগিয়ে গেলে বাঁ দিকে চোখে পড়বে শঙ্খ নদ পুকুর। এই পুকুরের সিঁড়িতে কংক্রিটের টবে রয়েছে লায়লা-মজনুগাছ। নুহাশপল্লিতেও একটা লায়লা-মজনুগাছ আমি দেখেছি। সবার পরিচিত কিংবদন্তির এক জুটির নামে এই উদ্ভিদের নামকরণ করা হয়েছে। এ গাছের পাতার ওপরের দিক গাঢ় সবুজ। কিন্তু নিচের দিকটি রক্ত লাল। মূলত ওপর থেকে দেখলে সহজে বোঝাই যায় না, নিচের দিকটা অদ্ভুত রকম ভিন্ন রঙের! প্রকৃতিতে দুইরঙা এমন পাতা কখনো চোখে পড়ে না। পাতার কোন দিক মজনু আর কোন দিক লায়লা, তা নিয়ে স্থির সিদ্ধান্তে আসা যায়নি। সবুজ ও লাল অংশ ঠিক যেন ছায়ার মতো। এটিকে আমরা বন্ধন বলি। বন্ধন বা প্রেমের প্রতীক হিসেবে লাইলি-মজনুর কথা বলা হয়। সেই হিসেবে এই উদ্ভিদের নামকরণ হতে পারে।
গুল্মজাতীয় এ উদ্ভিদ এক থেকে দুই মিটার লম্বা হতে পারে। লায়লা-মজনুগাছের বৈজ্ঞানিক নাম এক্সকোকেরিয়া কোচিনকাইনেনসিস। এটি ইউফরবিয়েসি পরিবারের উদ্ভিদ। ইংরেজিতে এটি চায়নিজ ক্রোটন, ব্লাইন্ডনেস ট্রি, জাঙ্গল ফায়ার প্ল্যান্ট ইত্যাদি নামে পরিচিত। প্রজাতিক পদ কোচিনচাইনেন্সিস বলতে কোচিন-চায়নাকে বোঝায়, যা বর্তমানের ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া প্রভৃতি অঞ্চলকে চিহ্নিত করে। পাতার সৌন্দর্যের কাছে এর ফুলের সৌন্দর্য হার মেনেছে। এর পাতার ঊর্ধ্ব ত্বক এবং এর সংলগ্ন প্যালিসেড টিস্যুতে ক্লোরোফিল থাকায় ওপরের পৃষ্ঠ সবুজ দেখায়। এর পাতার সংলগ্ন স্পঞ্জি টিস্যুতে লালচে বর্ণের রঞ্জক থাকায় নিচের পৃষ্ঠ লালচে দেখায়।
এ গাছের অনেক ইংরেজি নামের একটি হলো ব্লাইন্ডনেস ট্রি বা অন্ধত্ব গাছ। শব্দটি এসেছে লাতিন শব্দ এক্সকোকেরিয়া থেকে, যার অর্থ অন্ধ করা। গাছটির কষ বা ল্যাটেক্স চোখে লাগলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তাই এমন নামকরণ। এই ডিটারপিন বিষ মৎস্যনাশক হিসেবে ব্যবহার করা হয়। অনেকে একে উষ্ণ অঞ্চলের গৃহের গাছ, আলংকারিক গাছ হিসেবে ব্যবহার করে বাগান বা বাড়ি সজ্জার কাজে ব্যবহার করে।
লায়লা-মজনু গাছ ভারত উপমহাদেশ ও চীনের দেশীয় গাছ। তবে আফ্রিকা, মাদাগাস্কার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ায়ও এটি বিস্তার লাভ করেছে। লায়লা-মজনুগাছ সহজেই ইনডোরে রাখা যায়। মাঝে মাঝে রোদে দিলেই চলে। দুই বছর পরপর টব বদলে দিতে হয়। এ গাছের পাতায় রং তৈরি হয় অ্যান্থোসায়ানিনের উপস্থিতির কারণে। যেমনটা দেখা যায় শিবঝুল, কৈলাস বা মিষ্টি আলুর উদ্ভিদের পাতায়। এই রং ও কটু স্বাদযুক্ত বলে কীটপতঙ্গ দূরে রাখে।
ইনডোর প্ল্যান্ট হিসেবে ও বেড়া তৈরিতে লায়লা-মজনু উদ্ভিদের ব্যবহার রয়েছে। এই উদ্ভিদের বিষাক্ত কষ সফলভাবে চুলকানি ও একজিমায় বহুকাল আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিপ্যারাসাইট হিসেবে এবং রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে একে ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। কলম মাধ্যমে এর চাষ করা যায়।
লেখক: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫