Ajker Patrika

বিআরটিসি বাস চলতে বাধা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১: ৫০
বিআরটিসি বাস চলতে বাধা

উদ্বোধনের এক দিন পরেই আটকে গেল ফরিদপুরের বোয়ালমারী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসের প্রথম ট্রিপ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের বাধার মুখে পড়ে যাত্রী নামিয়ে বাস চলে যায়। এ সময় বাসের স্টাফ ও চালককে মারধরের হুমকি এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ পাওয়া যায়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে বোয়ালমারী-ঢাকা বিআরটিসি বাস চলাচলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান। গতকাল প্রথম ট্রিপ ছিল বাসের। শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাসের ভাড়া নির্ধারণ করা হয় সাড়ে ৫০০ টাকা।

বাসের স্টাফ তারিকুল ইসলাম বলেন, ‘বোয়ালমারী থেকে ছেড়ে সকাল ৮টার দিকে তাদের বাসটি ভাঙ্গা পৌরসভার সামনে এক্সপ্রেসওয়েতে প্রবেশের আগমুহূর্তে গতিরোধ করা হয়। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে এক-দেড় শ লোক মহাসড়কের ওপর দাঁড়িয়ে তাঁদের বাসটি থামিয়ে দেন। এরপর তাঁরা বাসের চালক রাকিবুল ইসলামকে মারতে উদ্যত হন এবং বাসের চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেন। বাধা দিতে গেলে আমাকেও হুমকি দেওয়া হয়। এ সময় যাত্রীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করে তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।’

তারিকুল ইসলাম বলেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করে তাঁদের ভাড়ার টাকা ফিরিয়ে দিয়ে ঢাকার দিকে চলে আসতে চাইলে আমাদের বাধা দেওয়া হয়। বোয়ালমারী ফিরে আসতে চাইলেও দেওয়া হয়নি। পরে বাস ড্রাইভার বলেন, তাঁর বাড়ি মাগুরায়। তিনি বাস নিয়ে মাগুরায় ফিরে যেতে চান। পরে মাগুরা যাওয়ার শর্তে তাঁদের সেখান থেকে ফেরার অনুমতি দেওয়া হয়।’

এ ব্যাপারে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘কোনো প্রকার আলোচনা ছাড়াই বোয়ালমারী থেকে বিআরটিসি বাসটি চলাচল শুরু করে। এ কারণে ভাঙ্গা থেকে যাত্রীদের নামিয়ে ওই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনও জানে। কিন্তু এরপর বোয়ালমারীর কিছু ছেলেপেলে আমাদের লোকাল বাস চলাচলে ডিস্টার্ব করছে।’

আনিসুর রহমান আরও বলেন, ‘বিআরটিএ দক্ষিণবঙ্গের ২৩ জেলায় পদ্মা সেতু হয়ে বিআরটিসির বাস চলাচলের যে তালিকা দিয়েছে, সেখানে উপজেলাভিত্তিক কোনো বাস চলাচলের অনুমতি নেই। আর ফরিদপুরে বিআরটিসির কোনো ডিপো নেই। এরা কুমিল্লা ডিপোর বাস এনে ওই ডিপোর ম্যানেজারের নামে লিজ নিয়ে বাস চালাচ্ছিল। এতে আমাদের বাসমালিক গ্রুপের বাস চলাচলে সমস্যা হবে। ব্যবসার ক্ষতি হবে। এ কারণে বাসের স্টাফদের বক্তব্যের ভিডিও রেকর্ড রেখে তাদের যাত্রী নামিয়ে বাসগুলো ফিরিয়ে দিই।’

এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, বাস চলাচলে ঝামেলা হয়েছে। আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে বিআরটিসি বাসের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত