শামিমুজ্জামান, খুলনা
খুলনা বিভাগের অনেক স্থানে সারাবছরই সুপেয় পানির সংকট থাকে। গ্রীষ্ম মৌসুমে এ সংকট তীব্র আকার ধারণ করে। পানির স্তর নেমে যাওয়ায় এ সংকট দিনদিন বাড়ছে। এদিকে খুলনা ওয়াসা বলছে, এবার গ্রীষ্ম মৌসুমে নগরবাসীর পানির চাহিদা মেটাতে আগেভাগেই সতর্ক তারা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। এর ফলে লবণাক্ততা বেড়ে নষ্ট হচ্ছে মিষ্টি পানির আধার। যে কারণে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট ভয়াবহ আকার ধারণ করছে। ভূগর্ভস্থ পানির অপরিকল্পিত উত্তোলনে এ সংকট আরও প্রকট হচ্ছে।
জানা গেছে, ৪০ দশমিক ৭৯ কিলোমিটার আয়তনের খুলনা সিটি করপোরেশনে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করেন। গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন পানির চাহিদা থাকে ২১ কোটি লিটার। অপরদিকে ওয়াসা বর্তমানে প্রতিদিন ৭ কোটি লিটার পানি সরবরাহ করছে। বাকি পানি গভীর-অগভীর নলকূপ থেকে সংগ্রহ করেন নগরবাসী। আবার পানির স্তর নেমে যাওয়ায় নলকূপ থেকেও পানি পাওয়া যায় না। পানির চাহিদা মেটানোর জন্য ওয়াসার দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা।
এ ব্যাপারে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, গ্রীষ্ম মৌসুমে পানির সংকট নতুন নয়। প্রতিবছরই সংকট দেখা দেয়। চাহিদার অর্ধেক পানিও ওয়াসা সরবরাহ করতে পারে না। যদিও সংকট নিরসনে ওয়াসা ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন করেছে। তা দিয়ে নগরবাসীর সুপেয় পানির সবটুকু চাহিদা পূরণ সম্ভব নয়। কেননা ওয়াসা বলছে, তারা গ্রাহকের চাহিদা পূরণ করতে সক্ষম। কিন্তু নগরীর অনেক বাসিন্দা ওয়াসার পানির ওপর নির্ভরশীল নন। তাঁরা অগভীর-গভীর নলকূপ থেকে পানি সরবরাহ করেন। কিন্তু গ্রীষ্ম মৌসুমে পানির স্তর নেমে যাওয়ায় নলকূপে পানি পাওয়া যায় না। সে সময় নগরবাসীর দুর্ভোগের সীমা থাকে না। এ জন্য প্রয়োজন স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
অপরদিকে পানির সংকট নিরসনে ২০১৯ সালের জুন মাসে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন শুরু হয়। ওয়াসা খুলনার রূপসায় স্থাপন করেছে ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। এখানে ৩৩ কিলোমিটার দূরের বাগেরহাটের মোল্লাহাট মধুমতী নদী থেকে পাইপের মাধ্যমে অপরিশোধিত পানি এনে পরিশোধন করে তা সরবরাহ করা হয় নগরীতে। শুরুতে দিনে ৬ কোটি লিটার সরবরাহ করা হলেও এখন তা বেড়ে ৭ কোটি লিটারে দাঁড়িয়েছে। এখান থেকে প্রতিদিন ১১ কোটি লিটার পানি উৎপাদন সম্ভব। প্রয়োজনে তা সরবরাহ করা হবে বলে ওয়াসা জানিয়েছে।
খুলনা ওয়াসার বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী মো. আরমান বলেন, খুলনা মহানগরবাসীর পানি সংকট নিরসনে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। বর্তমানে এখান থেকে প্রতিদিন ৭ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে।
এদিকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, নগরবাসীর সবাই ওয়াসার গ্রাহক নন। ওয়াসার পানি ছাড়া অনেকে গভীর-অগভীর নলকূপের ওপর নির্ভরশীল। ওয়াসা তার গ্রাহকদের নিয়ে চিন্তা করবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিত করা ওয়াসার দায়িত্ব।
নগরীতে ওয়াসার গ্রাহক রয়েছে প্রায় ৩৯ হাজার হোল্ডিং। সে হিসাবে প্রতিদিন ৭ কোটি লিটার চাহিদার বিপরীতে সম্পূর্ণ পানি সরবরাহ করা হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে পানির সরবরাহ চাহিদা অনুযায়ী বাড়ানো হবে। এ বছর পানির কোনো সংকট হবে না।
খুলনা বিভাগের অনেক স্থানে সারাবছরই সুপেয় পানির সংকট থাকে। গ্রীষ্ম মৌসুমে এ সংকট তীব্র আকার ধারণ করে। পানির স্তর নেমে যাওয়ায় এ সংকট দিনদিন বাড়ছে। এদিকে খুলনা ওয়াসা বলছে, এবার গ্রীষ্ম মৌসুমে নগরবাসীর পানির চাহিদা মেটাতে আগেভাগেই সতর্ক তারা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। এর ফলে লবণাক্ততা বেড়ে নষ্ট হচ্ছে মিষ্টি পানির আধার। যে কারণে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট ভয়াবহ আকার ধারণ করছে। ভূগর্ভস্থ পানির অপরিকল্পিত উত্তোলনে এ সংকট আরও প্রকট হচ্ছে।
জানা গেছে, ৪০ দশমিক ৭৯ কিলোমিটার আয়তনের খুলনা সিটি করপোরেশনে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করেন। গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন পানির চাহিদা থাকে ২১ কোটি লিটার। অপরদিকে ওয়াসা বর্তমানে প্রতিদিন ৭ কোটি লিটার পানি সরবরাহ করছে। বাকি পানি গভীর-অগভীর নলকূপ থেকে সংগ্রহ করেন নগরবাসী। আবার পানির স্তর নেমে যাওয়ায় নলকূপ থেকেও পানি পাওয়া যায় না। পানির চাহিদা মেটানোর জন্য ওয়াসার দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা।
এ ব্যাপারে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, গ্রীষ্ম মৌসুমে পানির সংকট নতুন নয়। প্রতিবছরই সংকট দেখা দেয়। চাহিদার অর্ধেক পানিও ওয়াসা সরবরাহ করতে পারে না। যদিও সংকট নিরসনে ওয়াসা ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন করেছে। তা দিয়ে নগরবাসীর সুপেয় পানির সবটুকু চাহিদা পূরণ সম্ভব নয়। কেননা ওয়াসা বলছে, তারা গ্রাহকের চাহিদা পূরণ করতে সক্ষম। কিন্তু নগরীর অনেক বাসিন্দা ওয়াসার পানির ওপর নির্ভরশীল নন। তাঁরা অগভীর-গভীর নলকূপ থেকে পানি সরবরাহ করেন। কিন্তু গ্রীষ্ম মৌসুমে পানির স্তর নেমে যাওয়ায় নলকূপে পানি পাওয়া যায় না। সে সময় নগরবাসীর দুর্ভোগের সীমা থাকে না। এ জন্য প্রয়োজন স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
অপরদিকে পানির সংকট নিরসনে ২০১৯ সালের জুন মাসে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন শুরু হয়। ওয়াসা খুলনার রূপসায় স্থাপন করেছে ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। এখানে ৩৩ কিলোমিটার দূরের বাগেরহাটের মোল্লাহাট মধুমতী নদী থেকে পাইপের মাধ্যমে অপরিশোধিত পানি এনে পরিশোধন করে তা সরবরাহ করা হয় নগরীতে। শুরুতে দিনে ৬ কোটি লিটার সরবরাহ করা হলেও এখন তা বেড়ে ৭ কোটি লিটারে দাঁড়িয়েছে। এখান থেকে প্রতিদিন ১১ কোটি লিটার পানি উৎপাদন সম্ভব। প্রয়োজনে তা সরবরাহ করা হবে বলে ওয়াসা জানিয়েছে।
খুলনা ওয়াসার বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী মো. আরমান বলেন, খুলনা মহানগরবাসীর পানি সংকট নিরসনে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। বর্তমানে এখান থেকে প্রতিদিন ৭ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে।
এদিকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, নগরবাসীর সবাই ওয়াসার গ্রাহক নন। ওয়াসার পানি ছাড়া অনেকে গভীর-অগভীর নলকূপের ওপর নির্ভরশীল। ওয়াসা তার গ্রাহকদের নিয়ে চিন্তা করবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিত করা ওয়াসার দায়িত্ব।
নগরীতে ওয়াসার গ্রাহক রয়েছে প্রায় ৩৯ হাজার হোল্ডিং। সে হিসাবে প্রতিদিন ৭ কোটি লিটার চাহিদার বিপরীতে সম্পূর্ণ পানি সরবরাহ করা হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে পানির সরবরাহ চাহিদা অনুযায়ী বাড়ানো হবে। এ বছর পানির কোনো সংকট হবে না।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫