নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিল বেশ জোরেশোরে। গতকাল সে আলোচনার ইতি টানল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। বিশ্রামে থাকছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও। সংক্ষিপ্ততম এই সংস্করণে এখনো নিজেদের ভালো দল হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশ। দলকে নতুন করে গড়তে সিনিয়রদের বিশ্রামে রাখার পথে হাঁটছে বিসিবি। যার প্রথম ধাপে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি থেকে বিশ্রামে থাকছেন মাহমুদউল্লাহ ও মুশফিক। কদিন আগে এই সংস্করণ থেকে অবসর নিয়েছেন আরেক সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। জিম্বাবুয়ে সফর থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। চার সিনিয়র ছাড়া সোহানের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টিতে নতুনদের বাজিয়ে দেখতে চায় বোর্ড।
গত কয়েক সিরিজে নিজের সেরা ছন্দে না ছিলেন না মাহমুদউল্লাহ। মুশফিকও এই সংস্করণে দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন। নতুনদের নিয়ে দল গড়ার পথে বোর্ডের কাজটা তাই এক প্রকার সহজই ছিল। গতকাল রাজধানীর একটি হোটেলে টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে বসেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক। বৈঠক শেষে জালাল বলেন, ‘এই দলটাকে (টি-টোয়েন্টি) সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে (কালকে) মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড়ের চেষ্টা করছি। শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফল, পারফরম্যান্স কী হয়। বলতে পারেন, নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। প্রশ্নবিদ্ধ হয়েছে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব। তাঁকে সরিয়ে দেওয়ার প্রথম ধাপ হিসেবে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এই সফরের পর টি-টোয়েন্টি অধিনায়কত্বের ব্যাটনটা সাকিবের হাতেই যেতে পারে বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র।
তরুণদের নিয়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল সাজানোর ব্যাখ্যায় জালাল বলেন, ‘টি-টোয়েন্টি দল নিয়ে আমাদের কিছু বিষয় ছিল। ক্রিকেট বোর্ডে কয়েক দিন ধরে আমরা আলাপ-আলোচনা করছি টি-টোয়েন্টি দল নিয়ে। আপনারা জানেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে সেভাবে আমরা উন্নতি করতে পারছি না। যেহেতু সামনে টি-টোয়েন্টি সিরিজ আছে, সে কারণে এটা নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।’
টি-টোয়েন্টিতে এখনো সে অর্থে নিজেকে প্রমাণ করতে পারেননি সোহান। ৩৩ ম্যাচে ১২.৯০ গড়ে ২৭২ রান এই উইকেটকিপার ব্যাটারের। তাঁর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার ব্যাখ্যায় টিম ডিরেক্টর সুজন বলেন, ‘যেহেতু সাকিব নেই, রিয়াদ নেই, মুশফিকও নেই; তাই ও (সোহান) বোধ হয় সবচেয়ে সিনিয়র। যার নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো নেতৃত্ব দিচ্ছে। আমরাও দেখেছি মাঠে কীভাবে সবাইকে অনুপ্রাণিত করা থেকে সহযোগিতা করে। এ কারণে সোহান...যদিও আমাদের ভাবনায় আরও দুই-তিনটি নাম ছিল।’
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন দুই তরুণ হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমন। হাসানের উইন্ডিজ সফরে যাওয়ার কথা থাকলেও পরে যাওয়া হয়নি। অন্যদিকে গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দলে থাকলেও মাঠে নামা হয়নি ইমনের। সিনিয়ররা না থাকায় এবার সুযোগ পেতেই পারেন দুই তরুণ।
টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিল বেশ জোরেশোরে। গতকাল সে আলোচনার ইতি টানল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। বিশ্রামে থাকছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও। সংক্ষিপ্ততম এই সংস্করণে এখনো নিজেদের ভালো দল হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশ। দলকে নতুন করে গড়তে সিনিয়রদের বিশ্রামে রাখার পথে হাঁটছে বিসিবি। যার প্রথম ধাপে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি থেকে বিশ্রামে থাকছেন মাহমুদউল্লাহ ও মুশফিক। কদিন আগে এই সংস্করণ থেকে অবসর নিয়েছেন আরেক সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। জিম্বাবুয়ে সফর থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। চার সিনিয়র ছাড়া সোহানের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টিতে নতুনদের বাজিয়ে দেখতে চায় বোর্ড।
গত কয়েক সিরিজে নিজের সেরা ছন্দে না ছিলেন না মাহমুদউল্লাহ। মুশফিকও এই সংস্করণে দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন। নতুনদের নিয়ে দল গড়ার পথে বোর্ডের কাজটা তাই এক প্রকার সহজই ছিল। গতকাল রাজধানীর একটি হোটেলে টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে বসেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক। বৈঠক শেষে জালাল বলেন, ‘এই দলটাকে (টি-টোয়েন্টি) সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে (কালকে) মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড়ের চেষ্টা করছি। শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফল, পারফরম্যান্স কী হয়। বলতে পারেন, নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। প্রশ্নবিদ্ধ হয়েছে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব। তাঁকে সরিয়ে দেওয়ার প্রথম ধাপ হিসেবে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এই সফরের পর টি-টোয়েন্টি অধিনায়কত্বের ব্যাটনটা সাকিবের হাতেই যেতে পারে বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র।
তরুণদের নিয়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল সাজানোর ব্যাখ্যায় জালাল বলেন, ‘টি-টোয়েন্টি দল নিয়ে আমাদের কিছু বিষয় ছিল। ক্রিকেট বোর্ডে কয়েক দিন ধরে আমরা আলাপ-আলোচনা করছি টি-টোয়েন্টি দল নিয়ে। আপনারা জানেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে সেভাবে আমরা উন্নতি করতে পারছি না। যেহেতু সামনে টি-টোয়েন্টি সিরিজ আছে, সে কারণে এটা নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।’
টি-টোয়েন্টিতে এখনো সে অর্থে নিজেকে প্রমাণ করতে পারেননি সোহান। ৩৩ ম্যাচে ১২.৯০ গড়ে ২৭২ রান এই উইকেটকিপার ব্যাটারের। তাঁর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার ব্যাখ্যায় টিম ডিরেক্টর সুজন বলেন, ‘যেহেতু সাকিব নেই, রিয়াদ নেই, মুশফিকও নেই; তাই ও (সোহান) বোধ হয় সবচেয়ে সিনিয়র। যার নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো নেতৃত্ব দিচ্ছে। আমরাও দেখেছি মাঠে কীভাবে সবাইকে অনুপ্রাণিত করা থেকে সহযোগিতা করে। এ কারণে সোহান...যদিও আমাদের ভাবনায় আরও দুই-তিনটি নাম ছিল।’
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন দুই তরুণ হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমন। হাসানের উইন্ডিজ সফরে যাওয়ার কথা থাকলেও পরে যাওয়া হয়নি। অন্যদিকে গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দলে থাকলেও মাঠে নামা হয়নি ইমনের। সিনিয়ররা না থাকায় এবার সুযোগ পেতেই পারেন দুই তরুণ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪