Ajker Patrika

সরোয়ারের নেতৃত্বে হঠাৎ পদবঞ্চিতদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১৫: ১৫
সরোয়ারের নেতৃত্বে হঠাৎ পদবঞ্চিতদের বিক্ষোভ

নগরে গতকাল সরোয়ারসহ বিএনপি নেতাদের বিক্ষোভ।     ছবি: আজকের পত্রিকাবরিশালে হঠাৎই বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। গতকাল বুধবার বেলা ১টার দিকে কয়েক শ নেতা-কর্মী সরোয়ারকে নিয়ে আদালতপাড়ায় এ বিক্ষোভ করেন। এ সময় তাঁকে ঘিরে ছিলেন নগর বিএনপির পদবঞ্চিত নেতারা। একই সময় নগর কমিটির নতুন নেতৃত্বের নেতারাও পৃথক বিক্ষোভ করেন। উভয় পক্ষ দাবি করেছে, খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেন তাঁরা।

মজিবর রহমান সরোয়ার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলে তাঁর নেতৃত্বে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। বুধবার দুপুর ১২টার দিকে আদালতপাড়ায় যান সরোয়ার। এর আগেই সেখানে উপস্থিত হন সরোয়ারের সমর্থক কয়েক শ নেতা-কর্মী। বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার ভোট দিয়ে বের হয়ে অনুসারীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউতে কিছুটা অগ্রসর হন। একই সময় অদূরে বিএনপিপন্থী আইনজীবীদের প্রচার ক্যাম্পের সামনে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবীরের নেতৃত্বে স্লোগান দিতে দেখা যায়।

নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর জানান, তাঁরা আদালতপাড়ায় গিয়ে দেখেন সরোয়ার ভাইকে ঘিরে নেতা-কর্মীদের ঢল নেমেছে। ভোটের পরে তাঁকে নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন।

নগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় তাঁরা তাৎক্ষণিক সিদ্ধান্তে বিক্ষোভ করেছেন। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরোয়ার উপস্থিত থাকায় নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে তাঁকে সামনে রেখে মিছিল করেন।

অন্যদিকে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু সাংবাদিকদের জানান, তাঁরা প্রচার ক্যাম্পে অবস্থান নিয়ে খালেদা জিয়াকে হুমকির প্রতিবাদে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতপাড়ায় বিক্ষোভ করেছেন। সরোয়ারের নেতৃত্বে মিছিল হওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত