Ajker Patrika

খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা করতে টাকা আদায়

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২: ২৫
খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা  করতে টাকা আদায়

শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকা করতে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের যোগসাজশে এসব টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন উপকারভোগীরা।

জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি চালের সুবিধাভোগী রয়েছে ১২ হাজার ৫১১ জন। ইতিপূর্বে কার্ডের মাধ্যমে তাঁদের চাল দেওয়া হতো। সরকার উপকারভোগীর কার্ড অনলাইনে ডেটাবেইস করার সিদ্ধান্ত নেয়। এর পরই কার্ড অনলাইনভুক্ত করার কাজ চলমান রয়েছে।

কিন্তু উপকারভোগীদের কার্ড অনলাইন ডেটাবেইসের অন্তর্ভুক্ত করার জন্য কার্ডপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে তাঁর কার্ড ডেটাবেইসের অন্তর্ভুক্ত না করে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। উপজেলার গোশাইপুর ইউপির ডিজিটালসেবার উদ্যোক্তা সুজন মিয়া পরিষদ রেখে চেয়ারম্যান মো. শাহাজামাল ইসলাম আশিকের বাড়িতে গিয়ে অনলাইনে কাজ করছেন।এ সুযোগে উপকারভোগীদের কাছ থেকে ১০০ থেকে ১৫০ টাকা নিচ্ছেন।

সুবিধাভোগী মাটিয়াকুড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে আবুল হোসেন বলেন, ‘চৌকিদার বলেছেন ইউএনওর হুকুম, তাই টাকা নেওয়া লাগব। সরকারি খরচের কথা বলে আমার কাছে ১০০ টাকা নিয়েছে।’ ভারেরা গ্রামের আবদুল খালেক বলেন, ‘আমি টাকা নিয়ে না যাওয়ায় ফেরত পাঠায়। পরে টাকা দিয়ে কার্ড অনলাইন করি। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’

গোশাইপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুজন মিয়া বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। এ বিষয়ে কিছুই জানি না।’ পরিষদ রেখে ইউপি চেয়ারম্যানের বাড়িতে কেন কাজ করা হচ্ছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চেয়ারম্যান আমাকে তাঁর বাড়িতে কাজ করতে বলেছেন।’

গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজামাল ইসলাম আশিক টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এখন থেকে ইউনিয়ন পরিষদেই কাজ করা হবে।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মামুন বলেন, ‘টাকা নেওয়ার ব্যাপারটি খুবই লজ্জাজনক। আমরা বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করছি।’

ইউএনও নিলুফা আক্তার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত