Ajker Patrika

৯৯৯-এ কলে উদ্ধার জিম্মি দুই যুবক

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ৩৩
৯৯৯-এ কলে উদ্ধার জিম্মি দুই যুবক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিভাবকের কলে জিম্মি থাকা দুই যুবককে উদ্ধার করেছ পুলিশ। গত শুক্রবার রাতে চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জাকির হোসেন ফরাজী (২৭) ভোলা জেলার লালমোহন থানার ইলিশাকান্দি গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে ও হিমু মিয়া (২৪) গাইবান্ধা জেলার সদর উপজেলার উত্তর গিদারী গ্রামের মো. আবদুস সামাদের ছেলে।

মো. জাকির হোসেন বলেন, পূর্ব পরিচিত গিয়াস উদ্দিন তাঁদের রাজমিস্ত্রির কাজ দেওয়ার আশ্বাস দিয়ে কোম্পানীগঞ্জ আসতে বলেন। আসার পর তাঁদের কাছে টাকা পাবেন বলে আটকে রেখে নির্যাতন করেন। উভয়ের পরিবারের নিকট ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে তাঁদের পরিবার বিষয়টি ৯৯৯-এ ফোন করে জানালে পুলিশ তাঁদের উদ্ধার করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে প্রযুক্তির সহায়তায় উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম রাজা অভিযান চালিয়ে দুই যুবককে উদ্ধার করেন। উদ্ধার হওয়া দুই যুবককে তাঁদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত