Ajker Patrika

চলে গেলেন মংক্যচিং চৌধুরী

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ৪১
Thumbnail image

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মংক্যচিং চৌধুরী আর নেই। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান সদরের মধ্যমপাড়ায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক কেলু মং মারমা এ তথ্য নিশ্চিত করেন।

বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা বলেন, ফুসফুসে পানি জমা, কিডনির সমস্যা, ডায়বেটিসসহ কয়েকটি অসুস্থতার কারণে মংক্যচিং চৌধুরী মারা গেছেন।

প্রয়াতের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মংক্যচিং চৌধুরী অসুস্থ হলে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ফুসফুসে পানি জমা, কিডনি ৭০ শতাংশ কাজ না করা ও ডায়বেটিসের কারণে পা ফুলে যাওয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে নিজ বাসায় নিয়ে এলে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে মংক্যচিং চৌধুরীর মৃত্যুতে স্থানীয় বাসিন্দাসহ রাজনীতিক ও জনপ্রতিনিধিদের শোকের ছায়া নেমে এসেছে। এ মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

পার্বত্য মন্ত্রী এপিএস সাদেক হোসেন চৌধুরী জানান, পার্বত্য মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর প্রয়াত মংক্যচিং চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের আত্মার শান্তি ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত