গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান জলাধার বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণ করায় ২০ বিঘা জমির ফসল পানিতে ডুবে গেছে। এতে ২ গ্রামের ২০ বিঘা জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেও সমাধান পাচ্ছেন না ভুক্তভোগী কৃষকেরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, তাঁদের জমি কম দামে কিনে নিতে কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে এ কাজ করেছে। এ বিষয়ে প্রতিকার পেতে কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বরমী ইউনিয়নের নেহালিয়া ও সিটপাড়া গ্রামে গড়ে উঠছে মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান। নিচু জমি কিনে জলাধার বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় কৃষকের ২০ বিঘা জমির ফসল পানিতে ডুবে আছে। ফসলি জমিতে এখন থইথই পানি। কিছু জমির ফসল একেবারে তলিয়ে গেছে। পানি থাকার কারণে কিছু জমিতে ধান রোপণ করতে পারেননি কৃষকেরা। পানি যেদিকে প্রবাহিত হতো, সেদিকেই কারখানার সংশ্লিষ্টরা উঁচু সীমানাপ্রাচীর দিয়ে জলাধার বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় কৃষক মো. হিজবুল বাহার বলেন, ‘আমার দুই বিঘা জমির আমন ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। আর দু-এক দিন পানির নিচে থাকলে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে যাবে।’
নেহালিয়া গ্রামের কৃষক আব্দুস ছালাম বলেন, ‘এক বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ফলনও ভালো হওয়ার কথা। তবে কারখানা কর্তৃপক্ষের নির্মাণ করা সীমানাপ্রাচীর থাকার কারণে জমির ফসল পানির নিচে পচে নষ্ট হচ্ছে।’
সিটপাড়া গ্রামের কৃষক মো. আজিজুল হক বলেন, ‘আমি গরিব মানুষ, এক বিঘা জমিতে আমনের চাষ করেছি। মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান আমাদের জমির ফসল ঘরে তুলতে দিল না। ফসলি জমিতে এখন থই থই পানি। কোম্পানি কম দাম জমি হাতিয়ে নিতে সুপরিকল্পিতভাবে সীমানাপ্রাচীর নির্মাণ করেছে।’
মেঘনা গ্রুপের নির্মাণাধীন প্রতিষ্ঠানে দায়িত্বে থাকা মো. গোলাপ মিয়া বলেন, ‘আমরা কোনো জলাধার বন্ধ করিনি। আমাদের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করেছি। জলাবদ্ধতার সৃষ্টি হলে আমাদের কিছু করার নেই।’
মেঘনা গ্রুপের নির্মাণাধীন কারখানার প্রকল্প কর্মকর্তা মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানা নির্মাণ এখনো পুরোপুরি শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ খুব বেশি না। সমস্যার সমাধানে বিষয়টি কারখানা কর্তৃপক্ষ বিবেচনা করবে। পানিনিষ্কাশন যেমন কৃষকদের প্রয়োজন, পাশাপাশি আমাদের কারখানার জন্যও প্রয়োজন।’
বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এ বিষয়ে স্থানীয় কৃষকেরা আমাকে বিষয়টি জানিয়েছেন। কারখানা কর্তৃপক্ষকে বলার পরেও তারা কথা রাখছে না।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান জলাধার বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণ করায় ২০ বিঘা জমির ফসল পানিতে ডুবে গেছে। এতে ২ গ্রামের ২০ বিঘা জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেও সমাধান পাচ্ছেন না ভুক্তভোগী কৃষকেরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, তাঁদের জমি কম দামে কিনে নিতে কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে এ কাজ করেছে। এ বিষয়ে প্রতিকার পেতে কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বরমী ইউনিয়নের নেহালিয়া ও সিটপাড়া গ্রামে গড়ে উঠছে মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান। নিচু জমি কিনে জলাধার বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় কৃষকের ২০ বিঘা জমির ফসল পানিতে ডুবে আছে। ফসলি জমিতে এখন থইথই পানি। কিছু জমির ফসল একেবারে তলিয়ে গেছে। পানি থাকার কারণে কিছু জমিতে ধান রোপণ করতে পারেননি কৃষকেরা। পানি যেদিকে প্রবাহিত হতো, সেদিকেই কারখানার সংশ্লিষ্টরা উঁচু সীমানাপ্রাচীর দিয়ে জলাধার বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় কৃষক মো. হিজবুল বাহার বলেন, ‘আমার দুই বিঘা জমির আমন ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। আর দু-এক দিন পানির নিচে থাকলে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে যাবে।’
নেহালিয়া গ্রামের কৃষক আব্দুস ছালাম বলেন, ‘এক বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ফলনও ভালো হওয়ার কথা। তবে কারখানা কর্তৃপক্ষের নির্মাণ করা সীমানাপ্রাচীর থাকার কারণে জমির ফসল পানির নিচে পচে নষ্ট হচ্ছে।’
সিটপাড়া গ্রামের কৃষক মো. আজিজুল হক বলেন, ‘আমি গরিব মানুষ, এক বিঘা জমিতে আমনের চাষ করেছি। মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান আমাদের জমির ফসল ঘরে তুলতে দিল না। ফসলি জমিতে এখন থই থই পানি। কোম্পানি কম দাম জমি হাতিয়ে নিতে সুপরিকল্পিতভাবে সীমানাপ্রাচীর নির্মাণ করেছে।’
মেঘনা গ্রুপের নির্মাণাধীন প্রতিষ্ঠানে দায়িত্বে থাকা মো. গোলাপ মিয়া বলেন, ‘আমরা কোনো জলাধার বন্ধ করিনি। আমাদের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করেছি। জলাবদ্ধতার সৃষ্টি হলে আমাদের কিছু করার নেই।’
মেঘনা গ্রুপের নির্মাণাধীন কারখানার প্রকল্প কর্মকর্তা মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানা নির্মাণ এখনো পুরোপুরি শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ খুব বেশি না। সমস্যার সমাধানে বিষয়টি কারখানা কর্তৃপক্ষ বিবেচনা করবে। পানিনিষ্কাশন যেমন কৃষকদের প্রয়োজন, পাশাপাশি আমাদের কারখানার জন্যও প্রয়োজন।’
বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এ বিষয়ে স্থানীয় কৃষকেরা আমাকে বিষয়টি জানিয়েছেন। কারখানা কর্তৃপক্ষকে বলার পরেও তারা কথা রাখছে না।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪