নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩১ মে ১৯৯৯ সাল। স্বামীর মৃত্যুতে তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন নুরচান বেগম। তিনি পাওনা ২ হাজার টাকা আনতে যান আদম খানের বাড়িতে। কিন্তু শিশুসন্তান তাজউদ্দীনের সামনেই বুকে ছুরিকাঘাত করে নুরচানকে খুন করেন আদম খান। পালিয়ে যান তিনি। পলাতক অবস্থায়ই এ হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড হয় তাঁর।
হবিগঞ্জের চুনারুঘাটের এই হত্যা মামলার ফেরারি আসামি আদম খান ওরফে রফিককে ২২ বছর পর গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পলাতক আদম খান ওরফে রফিককে (৪৫) র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৯ ঢাকার আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নুরচান বেগমকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
খন্দকার আল মঈন জানান, মাত্র ২ হাজার টাকার জন্য এই হত্যাকাণ্ড হয়েছিল। ঘটনার প্রায় বছর খানের আগে নূরচান বেগমের ছেলে শফিকের কাছ থেকে আদম খান দুই হাজার টাকা ধার নিয়েছিলেন। ধার নেওয়ার চার-পাঁচ মাস পর নুরচান বেগমের স্বামী আব্দুর রহমান মারা যান। স্বামীর মৃত্যুর পর নুরচান আর্থিক অনটনের কারণে পাওনা টাকা চাইলে আদম খান টালবাহানা করেন এবং গালিগালাজ ও অপমান করেন। এতে তিন বছরের শিশু তাজউদ্দিনকে নিয়ে নুরচান বেগম প্রতিবেশী আছমত উল্লাহর কাছে এর বিচার চাইতে যান। আছমত উল্লাহর ঘরে গিয়েও আদম খান তাঁকে গালিগালাজ করেন। তর্ক–বিতর্কের একপর্যায়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নুরচানের বুকের বাম পাশে আঘাত করেন আদম খান। এতে নুরচান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নুরচান বেগমের ছেলে শফিক বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরই গ্রাম ছেড়ে পালান আদম খান। এলাকাবাসী হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে।
এই র্যাব কর্মকর্তা বলেন, নিহত নুরচান বেগমের ফুপা, নিকটাত্মীয় ও এলাকাবাসীর আর্থিক সহায়তায় মামলাটি পরিচালনা করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২০০২ সালের ১৭ জুলাই এ মামলার রায়ে আদালত আদম খানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন জানান, হত্যাকাণ্ডের পর গ্রাম থেকে পালিয়ে সিলেটে সপ্তাহখানেক অবস্থান করেন রফিক। তারপর গ্রেপ্তার এড়াতে ঢাকার আশুলিয়ায় চলে আসেন তিনি। ২০১২ সালের মার্চে আদম খান মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম সনদ তৈরি করেন। ভুয়া সনদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। চেহারা পরিবর্তনের জন্য ছদ্মবেশ নেন এবং আসল নাম আদম খানের পরিবর্তে নিজেকে রফিক নামে আশুলিয়ায় পরিচিত করেন। আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ শুরু করেন। গ্রেপ্তার হওয়ার আগে ২২ বছরে একবারও তিনি গ্রামে যাননি।
গ্রেপ্তার আদম খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
৩১ মে ১৯৯৯ সাল। স্বামীর মৃত্যুতে তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন নুরচান বেগম। তিনি পাওনা ২ হাজার টাকা আনতে যান আদম খানের বাড়িতে। কিন্তু শিশুসন্তান তাজউদ্দীনের সামনেই বুকে ছুরিকাঘাত করে নুরচানকে খুন করেন আদম খান। পালিয়ে যান তিনি। পলাতক অবস্থায়ই এ হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড হয় তাঁর।
হবিগঞ্জের চুনারুঘাটের এই হত্যা মামলার ফেরারি আসামি আদম খান ওরফে রফিককে ২২ বছর পর গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পলাতক আদম খান ওরফে রফিককে (৪৫) র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৯ ঢাকার আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নুরচান বেগমকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
খন্দকার আল মঈন জানান, মাত্র ২ হাজার টাকার জন্য এই হত্যাকাণ্ড হয়েছিল। ঘটনার প্রায় বছর খানের আগে নূরচান বেগমের ছেলে শফিকের কাছ থেকে আদম খান দুই হাজার টাকা ধার নিয়েছিলেন। ধার নেওয়ার চার-পাঁচ মাস পর নুরচান বেগমের স্বামী আব্দুর রহমান মারা যান। স্বামীর মৃত্যুর পর নুরচান আর্থিক অনটনের কারণে পাওনা টাকা চাইলে আদম খান টালবাহানা করেন এবং গালিগালাজ ও অপমান করেন। এতে তিন বছরের শিশু তাজউদ্দিনকে নিয়ে নুরচান বেগম প্রতিবেশী আছমত উল্লাহর কাছে এর বিচার চাইতে যান। আছমত উল্লাহর ঘরে গিয়েও আদম খান তাঁকে গালিগালাজ করেন। তর্ক–বিতর্কের একপর্যায়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নুরচানের বুকের বাম পাশে আঘাত করেন আদম খান। এতে নুরচান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নুরচান বেগমের ছেলে শফিক বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরই গ্রাম ছেড়ে পালান আদম খান। এলাকাবাসী হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে।
এই র্যাব কর্মকর্তা বলেন, নিহত নুরচান বেগমের ফুপা, নিকটাত্মীয় ও এলাকাবাসীর আর্থিক সহায়তায় মামলাটি পরিচালনা করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২০০২ সালের ১৭ জুলাই এ মামলার রায়ে আদালত আদম খানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন জানান, হত্যাকাণ্ডের পর গ্রাম থেকে পালিয়ে সিলেটে সপ্তাহখানেক অবস্থান করেন রফিক। তারপর গ্রেপ্তার এড়াতে ঢাকার আশুলিয়ায় চলে আসেন তিনি। ২০১২ সালের মার্চে আদম খান মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম সনদ তৈরি করেন। ভুয়া সনদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। চেহারা পরিবর্তনের জন্য ছদ্মবেশ নেন এবং আসল নাম আদম খানের পরিবর্তে নিজেকে রফিক নামে আশুলিয়ায় পরিচিত করেন। আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ শুরু করেন। গ্রেপ্তার হওয়ার আগে ২২ বছরে একবারও তিনি গ্রামে যাননি।
গ্রেপ্তার আদম খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৭ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪