Ajker Patrika

আমিষভোজী লেনন

সম্পাদকীয়
আমিষভোজী লেনন

জন লেনন সম্পর্কে ভালো-মন্দ নানা কথাই শোনা যায়। তবে লেনন যে বিংশ শতাব্দীর একজন তারকাশিল্পী, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। লেননের জীবনে এমন অনেক ঘটনাই আছে, যেগুলো নিয়ে কথা হয়েছে কম। এই যেমন তাঁর চোখ। ছেলেবেলা থেকেই চোখে কম দেখতেন লেনন, কিন্তু চশমা ব্যবহার করতে চাইতেন না একেবারেই। চোখে এতটাই কম দেখতেন যে পাশে বসা দর্শককে অনুরোধ করতেন কী ঘটছে তা বর্ণনা করতে। মা-বাবার বিচ্ছেদের প্রতিবাদ হিসেবে তিনি সেই সময়ে এই স্বেচ্ছা অন্ধত্ব বেছে নিয়েছিলেন। তবে যখন নিজের পছন্দমতো চশমার খোঁজ পেলেন, তখন থেকেই প্রতিবছর এক ডজন করে চশমা কিনতে থাকলেন।

১৯৬৫ সালে বিটলসের সদস্যরা ‘মেম্বারস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাব পান। বিটলসের চার তারকা সেই খেতাবের মেডেলসহ ছবিও তুললেন, যা ছাপা হলো পত্রিকায়। কিন্তু সেই খেতাব লেনন ফিরিয়ে দেন ১৯৬৯ সালে। এটা ছিল লেননের প্রতিবাদ। সে সময় নাইজেরিয়া আর বায়াফ্রায় ব্রিটেন যে হামলা চালাচ্ছিল, তা মেনে নিতে পারেননি লেনন। মেনে নিতে পারেননি ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের আগ্রাসন। খেতাব ফিরিয়ে দেওয়ার সময় লিখেছিলেন, ‘ভালোবাসাসহ জন লেনন।’

১৯৬৭ সালে অদ্ভুত এক খেয়াল এসেছিল লেননের মাথায়। তিনি আয়ারল্যান্ডে ডোরিনিশ নামের একটি দ্বীপ কিনেছিলেন। সেখানে একদল হিপ্পিকে তিনি 
আমন্ত্রণ জানিয়েছিলেন কমিউন করে থাকার জন্য। প্রায় দুই বছর সেখানে ছিল হিপ্পিদের রমরমা। কিন্তু আগুন লেগে সেই দ্বীপ পুড়ে গিয়েছিল। লেননের মৃত্যুর পর ইয়োকো ওনো দ্বীপটি বিক্রি করে দিয়েছিলেন এবং যে টাকা পেয়েছিলেন, সেটা আয়ারল্যান্ডের এতিমখানায় দান করেছিলেন।

বিটলস-সদস্যদের মধ্যে একমাত্র জন লেননই ছিলেন আমিষভোজী। বিটলসের আর তিন সদস্য জর্জ হ্যারিসন ও পল ম্যাকার্টনি তাঁদের দর্শনজনিত কারণে নিরামিষাশী হয়েছিলেন। আর রিঙ্গো স্টার নিরামিষভোজী হয়েছিলেন শারীরিক কারণে। 

সূত্র: নাউকনাউ ডট রু

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত