Ajker Patrika

বগুড়ায় আজ মোটর শ্রমিক ইউনিয়নের ভোট

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ৪৫
বগুড়ায় আজ   মোটর শ্রমিক ইউনিয়নের ভোট

দশ বছর পর বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে আজ শুক্রবার। বগুড়া জিলা স্কুল মাঠে এই নির্বাচন হবে। এর আগে ২০১১ সালের ২৬ নভেম্বর সংগঠনটির সর্বশেষ নির্বাচন হয়েছিল।

নির্বাচনে আব্দুল লতিফ মন্ডল সভাপতি ও শামসদ্দিন শেখ হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে লতিফ মন্ডল বার্ধক্যজনিত অসুস্থ হয়ে মারা যান।

অক্টোবর মাসের ৭ তারিখে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা হয়। সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাংসদ শাজাহান খান ২৬ নভেম্বর নির্বাচনের ঘোষণা দেন। এবারের নির্বাচনে ৩০ টি পদে ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নির্বাচন সুষ্টু করতে সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত