Ajker Patrika

বৃদ্ধের জমি দখলচেষ্টার অভিযোগ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৯: ৪৩
বৃদ্ধের জমি দখলচেষ্টার অভিযোগ

মুলাদীতে বিলুপ্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামে এক বৃদ্ধের জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চরকালেখান ইউনিয়নের যোগেশ চন্দ্র হালদার এই অভিযোগ করেন। চরকালেখান গ্রামের মৃনাল কান্তি তালুকদার ও তার লোকজন ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। জমি রক্ষার জন্য গত রোববার বিকেলে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছেন তিনি।

সত্তরোর্ধ যোগেশ চন্দ্রের দাবি, ওই জমিতে চাষাবাদ করেই তিনি সংসারে খরচ চালান। এখন সেখানে বিদ্যালয়ের কোনো প্রয়োজনও নেই।

যোগেশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৯ সালে চরকালেখান নমরহাট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি দেওয়ায় শর্তে ১০ শতাংশ জমি দান করেন যোগেশ চন্দ্র হালদার। বিদ্যালয়ের নামে জমি দেওয়ার সময় দলিলে উল্লেখ করা হয়, বিদ্যালয় একেবারে বন্ধ হলে জমি দাতা ও তার ওয়ারিশরা জমি ভোগদখল করতে পারবেন।

যোগেশ চন্দ্র হালদার বলেন, ‘১৯৯৭ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেছি। বিদ্যালয়টি প্রয়োজনীয় না হওয়ায় এবং শিক্ষার্থী না থাকায় শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অনুমোদন দেননি। তাই ১৯৯৭ সালে বন্ধ হয়ে যায়। কিছুদিন ধরে মৃনাল কান্তি নান্টু তালুকদার ও তার লোকজন ওই জমি দখল করে বিদ্যালয় করতে চাইছে।’

মৃনাল কান্তি নান্টু তালুকদার বলেন, ‘শিক্ষার্থী না থাকলেও কাগজে কলমে বিদ্যালয়ের কার্যক্রম চলমান। স্থানীয়দের প্রয়োজনে বিদ্যালয়টি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান বলেন, ‘যোগেশ চন্দ্র হালদারের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত