আইনুন নাহার সিদ্দিকা
প্রশ্ন: আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কয়েক দিন আগে হঠাৎ আমার এক বান্ধবী ফোনে জানতে চাইল, আমার কী হয়েছে। আমার ফেসবুকে নতুন আইডি কেন? পরে বুঝলাম, কোনো এক নতুন আইডি থেকে আমার পরিচিতজনদের বন্ধুত্বের অনুরোধ পাঠানো হচ্ছে। এর মধ্যে আমার ইনবক্সেও উল্টোপাল্টা এসএমএস আসতে শুরু করল। এতে বিরক্ত হয়ে একপর্যায়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ করে দিই। আমি এখন কী করব?
–নাম প্রকাশে অনিচ্ছুক, দিনাজপুর
পরামর্শ: আপনি থানায় জিডি বা মামলা করতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতে হরহামেশাই হেনস্তার শিকার হচ্ছেন নারীরা। নারীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে ২০২০ সালে যাত্রা করে বাংলাদেশ পুলিশের সেবা ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’। আপনার বিষয়টি সাইবার ক্রাইম অ্যাক্টের অধীনে। সাইবার ক্রাইমে মামলা করা ছাড়া আর কোনো কিছু করার নেই। কারণ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা দিলে তারা বের করবে এ ধরনের কাজ কারা করেছে। তারা অনুসন্ধানের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রশ্ন: আমি একজন নারী উদ্যোক্তা। এক বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুরবাড়ির লোকজন ২ ভরি স্বর্ণ, ৫০ হাজার টাকা ও আসবাব নেন। বিয়ের কয়েক মাস পর স্বামী ব্যবসা করার নামে ৫০ হাজার টাকা চায়। এর কয়েক মাস পর বিদেশে যাওয়ার জন্য আরও ৭০ হাজার টাকা চায়। আমার বাবা সেই টাকা দিতে অস্বীকৃতি জানান। এ কথা শোনার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমি এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমি এখন কী করব?
–নাম প্রকাশে অনিচ্ছুক, মাগুরা
পরামর্শ: শ্বশুরবাড়ির লোকজন কোনোভাবেই আপনাকে শারীরিকভাবে নির্যাতন করতে পারেন না। আপনি থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ১১ (গ) ধারায় মামলা করতে পারেন। এর আগে অবশ্যই নির্যাতনের প্রমাণ রয়েছে এ বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন নেবেন। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই আইনত অপরাধ।
লেখক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কয়েক দিন আগে হঠাৎ আমার এক বান্ধবী ফোনে জানতে চাইল, আমার কী হয়েছে। আমার ফেসবুকে নতুন আইডি কেন? পরে বুঝলাম, কোনো এক নতুন আইডি থেকে আমার পরিচিতজনদের বন্ধুত্বের অনুরোধ পাঠানো হচ্ছে। এর মধ্যে আমার ইনবক্সেও উল্টোপাল্টা এসএমএস আসতে শুরু করল। এতে বিরক্ত হয়ে একপর্যায়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ করে দিই। আমি এখন কী করব?
–নাম প্রকাশে অনিচ্ছুক, দিনাজপুর
পরামর্শ: আপনি থানায় জিডি বা মামলা করতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতে হরহামেশাই হেনস্তার শিকার হচ্ছেন নারীরা। নারীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে ২০২০ সালে যাত্রা করে বাংলাদেশ পুলিশের সেবা ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’। আপনার বিষয়টি সাইবার ক্রাইম অ্যাক্টের অধীনে। সাইবার ক্রাইমে মামলা করা ছাড়া আর কোনো কিছু করার নেই। কারণ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা দিলে তারা বের করবে এ ধরনের কাজ কারা করেছে। তারা অনুসন্ধানের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রশ্ন: আমি একজন নারী উদ্যোক্তা। এক বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুরবাড়ির লোকজন ২ ভরি স্বর্ণ, ৫০ হাজার টাকা ও আসবাব নেন। বিয়ের কয়েক মাস পর স্বামী ব্যবসা করার নামে ৫০ হাজার টাকা চায়। এর কয়েক মাস পর বিদেশে যাওয়ার জন্য আরও ৭০ হাজার টাকা চায়। আমার বাবা সেই টাকা দিতে অস্বীকৃতি জানান। এ কথা শোনার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমি এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমি এখন কী করব?
–নাম প্রকাশে অনিচ্ছুক, মাগুরা
পরামর্শ: শ্বশুরবাড়ির লোকজন কোনোভাবেই আপনাকে শারীরিকভাবে নির্যাতন করতে পারেন না। আপনি থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ১১ (গ) ধারায় মামলা করতে পারেন। এর আগে অবশ্যই নির্যাতনের প্রমাণ রয়েছে এ বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন নেবেন। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই আইনত অপরাধ।
লেখক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫