Ajker Patrika

ছাত্রলীগের হল সম্মেলন নিয়ে তোড়জোড়

ফারুক ছিদ্দিক, ঢাবি 
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ০৮
ছাত্রলীগের হল সম্মেলন নিয়ে তোড়জোড়

ফের জমে উঠেছে মধুর ক্যানটিন। সেখানে নেতা-কর্মীদের স্লোগানমুখর প্রবেশ হল সম্মেলনের প্রস্তুতির কথাই জানান দিচ্ছে। প্রায় পাঁচ বছর পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার বার্ষিক হল সম্মেলন। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রলীগের শীর্ষ নেতারা বলছেন, এবারের কমিটিতে নিয়মিত ছাত্রদেরই বেশি গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রস্তুতি শেষের দিকে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় কিছুদিন ইউরোপ ছিলাম আমরা। এর মধ্যে অন্য নেতা-কর্মীরা প্রস্তুতি এগিয়ে নিয়েছেন।’

কেমন নেতৃত্ব আসছে—এই প্রশ্নের উত্তরে সাদ্দাম বলেন, ‘ত্যাগী, পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে—এমন পদপ্রত্যাশীদের নেতৃত্বে আনতে চাই। গুরুত্ব পাবেন নিয়মিত শিক্ষার্থীরা।’

ঢাবি ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক হল সম্মেলন হয় ২০১৬ সালের ২৭ নভেম্বর। এর ১৬ দিন পর ১৩ ডিসেম্বর এক বছরের জন্য ঢাবি ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির মেয়াদ চার বছর আগেই শেষ হয়। কিন্তু এর মধ্যে আর নতুন কমিটি হয়নি। এর আগে ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। এর তিন মাস পর ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেনকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত