Ajker Patrika

১৫ টাকায় ভরপেট খাবার

রিমন রহমান, রাজশাহী
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৩
১৫ টাকায় ভরপেট খাবার

খাবার নিয়ে অপেক্ষায় কয়েকজন তরুণ। ঠিক দেড়টা নাগাদ সারি সারি রিকশা এসে থামতে শুরু করল। বুফে থেকে যেভাবে খাবার নেওয়া হয়, সেভাবেই লাইন ধরে ওয়ান টাইম থালায় খাবার নিতে শুরু করলেন রিকশা-অটোরিকশার চালকেরা। মুরগির মাংস, সবজি আর ডাল দিয়ে ভরপেট খেয়ে প্রত্যকে দিলেন ১৫ টাকা করে।

রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি এলাকায় সার্কিট হাউস সড়কের পাশে গতকাল শনিবার দুপুরে এমন দৃশ্যই দেখা গেল। ‘ফুড ফর রাইডার্স’ নামের একটি নতুন সংগঠন এভাবে মাত্র ১৫ টাকায় ভরপেট খাওয়াচ্ছে নিম্ন আয়ের মানুষের। ২ ফেব্রুয়ারি থেকে চলছে এ কার্যক্রম। রোজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত একই স্থানে এভাবে খাওয়ানো হয়।

শনিবার ১৫ টাকায় পেটপুরে খেয়ে গোদাগাড়ীর কদমশহর গ্রামের রিকশাচালক নাসির উদ্দিন বললেন, ‘১৫ টাকায় খাওয়া আছে মামা? হোটেলে মাংসই ১৫ টাকা ল্যাই। সে জায়গায় এখানে তো ১৫ টাকায় মাংস, ডাইল, সবজি দিয়্যা ভাত। খাইতে বইস্যা ভাত যত খুশি তত। কোনো বাধা নাই। এই যুগে এ রকুম তো পাওয়া যায় না।’

পাশেই খাচ্ছিলেন পবার মুরারীপুর গ্রামের অটোরিকশাচালক জিয়ারুল ইসলাম বললেন, ‘খাবারের মান খুব ভালো। একেবারে বাড়ির মতো।’ একই কথা বললেন গোদাগাড়ীর খেতুর গ্রামের রিকশাচালক শফিকুল ইসলাম। বললেন, ‘গরিবের লাইগ্যা এখনো মানুষ আছে!’

কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে ‘ফুড ফর রাইডার্স’ করেছেন ইমতিয়াজ দীপন। কো-ফাউন্ডার হিসেবে আছেন নাইমুল ইসলাম সাকিব। ইমতিয়াজ জানালেন, শহরে তাঁর একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর লাভের একটি অংশ তিনি রিকশা-অটোরিকশার চালক, খাবার ডেলিভারি রাইডার্স ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের জন্য রেখে তা দিয়ে খাওয়াচ্ছেন। একেবারে বিনা পয়সায় দিলে অনেকেই খেতে আসবেন না ভেবে ১৫ টাকা নেওয়া হচ্ছে। ফলে যাঁরা খাচ্ছেন, তাঁরা কিনেই খাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবেই এখানে আসছেন। তাঁদের সঙ্গে কেউ চাল, ডাল কিংবা খাবার দিয়ে এ কার্যক্রমে যোগ দিতে চাইলে সঙ্গে নেবেন। তবে নগদ টাকা নেবেন না।

ইমতিয়াজ জানান, প্রতিদিন ভাত, ডাল আর সবজি থাকেই। আর সপ্তাহে তিন দিন থাকে মুরগির মাংস। এ ছাড়া দুই দিন মাছ এবং এক দিন থাকে ডিম। তাঁর রেস্তোরাঁতেই এসব রান্না হয়। কার্যক্রম শুরুর প্রথম দিনই তাঁরা ৫০ জনকে খাওয়ান। তারপর থেকে ৭০ জন করে আসছেন। এসব খাবারের জন্য তাঁদের ব্যয় হয় ৫০ থেকে ৬০ টাকা। ওয়ান টাইম গ্লাস আর থালার জন্য খরচ আরও ২ টাকা। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওয়ান টাইম থালা-গ্লাস বাদ দেবেন। তখন খরচটা আরেকটু কমবে। তাঁরা এভাবেই নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত