Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষা: কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জুবায়ের আহম্মেদ
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৯: ৩১
বিদেশে উচ্চশিক্ষা: কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কানাডা সব সময়ই পছন্দের জায়গা। সহজ অভিবাসননীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কানাডা অনেকের প্রথম পছন্দ। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত দেশটির সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাগত দক্ষতা ও গবেষণা প্রোগ্রাম রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস, গবেষণাকেন্দ্রে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা। বিশ্ববিদ্যালয়টি কৃষিশিক্ষা ও গবেষণার জন্য কানাডার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

২০২৪ শিক্ষাবর্ষে সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তির আবেদনপত্র আহ্বান করছে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীরা জানুয়ারি ২০২৪ ইনটেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। ক্যাম্পাসের বাইরে বা অধিভুক্ত কলেজের মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই স্কলারশিপ এবং কলেজ কর্তৃক প্রদত্ত অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারী প্রার্থীরা ইংরেজি ভাষাভাষীর হলে আইইএলটিএস বা টোফেল লাগবে না। ইংরেজির বাইরে অন্য ভাষাভাষী হলে আইইএলটিএসে ৬ দশমিক ৫ অথবা টোফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে। এ ছাড়া বিষয়ভিত্তিক অন্যান্য যোগ্যতা তো লাগবেই।

কী কী বিষয়ে পড়া যাবে
হিসাববিজ্ঞান, কৃষি অর্থনীতি, অ্যানাটমি, ফিজিওলজি ও ফার্মাকোলজি, পশুপাখিবিজ্ঞান, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, জীববিজ্ঞান, জীব পরিসংখ্যানবিদ্যা, রসায়ন, ব্যবসায় প্রশাসন, সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কম্পিউটারবিজ্ঞান, শিক্ষা প্রশাসন, ইংরেজি, ফিন্যান্স, তড়িৎপ্রকৌশল, খাদ্যবিজ্ঞান, ইতিহাস, স্বাস্থ্যবিজ্ঞান, আইন, নেতৃত্ব, ভাষাতত্ত্ব, মার্কেটিং, গণিত, সংগীত, সংগীত শিক্ষা, নার্সিং, পুষ্টি, ফার্মেসি, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, দর্শন, মৃত্তিকাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, বিষবিজ্ঞান, পানিবিজ্ঞান ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া
কানাডার নাগরিকেরা আগামী ১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। তবে বিদেশি নাগরিকদের আগামী ১ সেপ্টেম্বর ২০২৩-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন নিজেকেই করতে হবে। চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধির মাধ্যমে করতে পারবেন। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে। আর প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে

অনুবাদ: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত