Ajker Patrika

কুষ্টিয়ায় ছাত্রদলের মশাল মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ১৪
কুষ্টিয়ায় ছাত্রদলের মশাল মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়ার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মশাল মিছিলটি জেলা শহরের নবাব সিরাজউদ্দৌলা (এনএস) সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন জেলা ছাত্র দলের কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোজ্জাকির রাব্বি ও সদস্যসচিব নিশাত খন্দকার। পরে দলের নেতা–কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে ছাত্রদলের নেতা–কর্মীরা, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। না হলে আরও কঠিন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।

এর কিছুক্ষণ পরই ছাত্রদলের মশাল মিছিলটির প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। এতে সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি স্বপন হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা ফেরদৌস খন্দকার ও কুষ্টিয়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ পাভেল অন্তুর নেতৃত্বে দেন। হঠাৎ করে পাল্টা–পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে মোজ্জাকির রাব্বি বলেন, ‘আমরা আমাদের নেত্রীর মুুুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছি। পরে আমাদের দেখাদেখি ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি মিছিল বের করা হয়।’

এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘শুক্রবার রাতে ছাত্রদলের পক্ষ থেকে মশাল মিছিলের পর ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি প্রতিবাদ মিছিল করা হয়েছে বলে শুনেছি। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলায় পুলিশ প্রস্তুত ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত