কুষ্টিয়া প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়ার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মশাল মিছিলটি জেলা শহরের নবাব সিরাজউদ্দৌলা (এনএস) সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন জেলা ছাত্র দলের কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোজ্জাকির রাব্বি ও সদস্যসচিব নিশাত খন্দকার। পরে দলের নেতা–কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে ছাত্রদলের নেতা–কর্মীরা, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। না হলে আরও কঠিন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।
এর কিছুক্ষণ পরই ছাত্রদলের মশাল মিছিলটির প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। এতে সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি স্বপন হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা ফেরদৌস খন্দকার ও কুষ্টিয়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ পাভেল অন্তুর নেতৃত্বে দেন। হঠাৎ করে পাল্টা–পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং আতঙ্ক দেখা দেয়।
এ বিষয়ে মোজ্জাকির রাব্বি বলেন, ‘আমরা আমাদের নেত্রীর মুুুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছি। পরে আমাদের দেখাদেখি ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি মিছিল বের করা হয়।’
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘শুক্রবার রাতে ছাত্রদলের পক্ষ থেকে মশাল মিছিলের পর ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি প্রতিবাদ মিছিল করা হয়েছে বলে শুনেছি। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলায় পুলিশ প্রস্তুত ছিল।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়ার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মশাল মিছিলটি জেলা শহরের নবাব সিরাজউদ্দৌলা (এনএস) সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন জেলা ছাত্র দলের কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোজ্জাকির রাব্বি ও সদস্যসচিব নিশাত খন্দকার। পরে দলের নেতা–কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে ছাত্রদলের নেতা–কর্মীরা, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। না হলে আরও কঠিন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।
এর কিছুক্ষণ পরই ছাত্রদলের মশাল মিছিলটির প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। এতে সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি স্বপন হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা ফেরদৌস খন্দকার ও কুষ্টিয়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ পাভেল অন্তুর নেতৃত্বে দেন। হঠাৎ করে পাল্টা–পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং আতঙ্ক দেখা দেয়।
এ বিষয়ে মোজ্জাকির রাব্বি বলেন, ‘আমরা আমাদের নেত্রীর মুুুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছি। পরে আমাদের দেখাদেখি ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি মিছিল বের করা হয়।’
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘শুক্রবার রাতে ছাত্রদলের পক্ষ থেকে মশাল মিছিলের পর ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি প্রতিবাদ মিছিল করা হয়েছে বলে শুনেছি। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলায় পুলিশ প্রস্তুত ছিল।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫