Ajker Patrika

১৬ বছর পর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ৪১
১৬ বছর পর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি

দীর্ঘ ১৬ বছর পর নোয়াখালীর হাতিয়া পৌর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মালেককে সভাপতি এবং মো. ইউনুছকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে তাঁরা দুজনই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। এক বছর ধরে এই আহ্বায়ক কমিটি বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করে।

২০০৫ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এখানে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ছিল না। ২০১৮ সালে জেলা কমিটি থেকে অনুমোদন পাওয়া আহ্বায়ক কমিটি দিয়ে পৌর যুবলীগের কার্যক্রম চালু ছিল।

গত সোমবার পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল মালেকের সভাপতিত্বে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ইউছুফ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না, যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, সদস্য আনোয়ারুল আজিম, সদস্য আমিনুল হক ইকবাল, সদস্য জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নুরুল আফছার রাহাত, যুগ্ম আহ্বায়ক জাহেদ উদ্দিন, সদস্য আবদুস সহিদ ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুছ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত