Ajker Patrika

রামগড়ে দুই ইউপিতে প্রার্থী ১০০ জন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ৩৭
রামগড়ে দুই ইউপিতে প্রার্থী ১০০  জন

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার রামগড় ইউপি এবং পাতাছড়া ইউপির মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল।

রামগড় উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মনোনয়নপত্র জমার শেষ দিনে ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৬৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।

রামগড় ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে পাতাছড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রামগড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪২৪ জন ও নারী ৫ হাজার ৯১ জন ভোটার রয়েছে।

অপরদিকে পাতাছড়া ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ১৭০ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮৫ জন ও নারী ৫ হাজার ৮৫ জন। দুই ইউপিতে ১৮টি ভোট কেন্দ্রে ৫৮টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও ৩ থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত